এখানে আপনাদের জন্য “তুমি কি গো মোহাম্মদ” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
তুমি কি গো মোহাম্মদ - ইসলামী সঙ্গীত লিরিক্স
তুমি কি গো মোহাম্মদ
সারাজাহানের আলো দিশা,
মুমিনদের সুর্যদয় নাকি কাফিরদের সূর্যাস্ত।
মদিনা ডুবে ছিল জাহেলী অন্ধকারে,
কোরআনের আলো নিয়ে এলে গো তুমি পথ দেখাতে।
সেই দিন সবাই জানল তুমি স্বয়ং খোদার দোস্ত।
বদর ওহুদ আর খন্দক যুদ্ধে,
মূল্য বুঝিয়ে গেছ কি বা গাজি আর কি আছে শহীদে।
একদিন করব মোরা তামাম নাস্তিকদের পরাস্ত।
কথা: হাসিনুর রব মানু
সারাজাহানের আলো দিশা,
মুমিনদের সুর্যদয় নাকি কাফিরদের সূর্যাস্ত।
মদিনা ডুবে ছিল জাহেলী অন্ধকারে,
কোরআনের আলো নিয়ে এলে গো তুমি পথ দেখাতে।
সেই দিন সবাই জানল তুমি স্বয়ং খোদার দোস্ত।
বদর ওহুদ আর খন্দক যুদ্ধে,
মূল্য বুঝিয়ে গেছ কি বা গাজি আর কি আছে শহীদে।
একদিন করব মোরা তামাম নাস্তিকদের পরাস্ত।
কথা: হাসিনুর রব মানু
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স