ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ ইয়া মোহাম্মদ - লিরিক্স

এখানে আপনাদের জন্য “ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ ইয়া মোহাম্মদ” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ ইয়া মোহাম্মদ - লিরিক্স

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ ইয়া মোহাম্মদ - ইসলামী সঙ্গীত লিরিক্স

ইয়া মোহাম্মদ মোস্তাফা
সাইয়েদুন্নবী
ইয়া শাফিউল মোশাফফা
কামলিওয়ালা আরাবী।।
রাহমাতুল্লিল আলামীন
সরদারে আল কাওনাইন
প্রানের গভীরে তুমি
নুরের রবি।।
মানুষের সাথে তুমি
বে৬ধেছিলে প্রীতিডোর
এনেছিলে সাথে করে
অবারিত অন্তর।।
তুমি ছিলে আল আমিন
খাতেমু আন নাবিয়িন
নিখিল ধরার তুমি
প্রেমের ছবি।।

আশা করি আপনারা  লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন