এখানে আপনাদের জন্য “জাগলে আঁধার রাতের ভালে” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
জাগলে আঁধার রাতের ভালে - ইসলামী সঙ্গীত লিরিক্স
জাগলে আঁধার রাতের ভালে নবী মোহাম্মদ।
হেরায় আলোয় পথ দেখালে নবী মুহাম্মদ।।
আল- কুরানের আনলে জ্যোতি নিবিড় তমসাতে,
তৌহিদের দীপ জ্বালালে নবী মুহাম্মদ।।
জ্বালিয়ে দিলে খোদার কালাম দিকে দিগন্তরে,
ঘুমন্তদের ঘুম ভাঙ্গালে নবী মুহাম্মদ।।
শেষ হল রাত মজলুমানের তোমার ইশারাতে,
নতুন আশায় মন রাঙ্গালে নবী মুহাম্মদ।।
ইন্সানিয়াৎ উঠলো জেগে তোমার চলা পথে,
মানব শিশুর প্রান বাঁচালে নবী মুহাম্মদ।।
-ফররুখ আহমেদ-
হেরায় আলোয় পথ দেখালে নবী মুহাম্মদ।।
আল- কুরানের আনলে জ্যোতি নিবিড় তমসাতে,
তৌহিদের দীপ জ্বালালে নবী মুহাম্মদ।।
জ্বালিয়ে দিলে খোদার কালাম দিকে দিগন্তরে,
ঘুমন্তদের ঘুম ভাঙ্গালে নবী মুহাম্মদ।।
শেষ হল রাত মজলুমানের তোমার ইশারাতে,
নতুন আশায় মন রাঙ্গালে নবী মুহাম্মদ।।
ইন্সানিয়াৎ উঠলো জেগে তোমার চলা পথে,
মানব শিশুর প্রান বাঁচালে নবী মুহাম্মদ।।
-ফররুখ আহমেদ-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স