সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর- বিস্তারিত

সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. ভাজক কোষে অনুপস্থিত কোনটি?

ক. কোষপ্রাচীর খ. নিউক্লিয়াস

গ. কোষগহ্বর ঘ. সেলুলোজ

সঠিক উত্তর : গ

২. কোষগহ্বরে বিদ্যমান থাকে—

i. জৈব অ্যাসিড ও লবণ

ii. আমিষ ও শর্করা

iii. অজৈব অ্যাসিড ও জৈব অ্যাসিড

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৩. জীবদেহের গঠনগত ও কার্যকর এককের নাম কী?

ক. কলা খ. মাইটোকন্ড্রিয়া

গ. কোষ ঘ. প্লাস্টিড

সঠিক উত্তর : গ

৪. কোন বিজ্ঞানী প্রথম কোষ আবিষ্কার করেন?

ক. রবার্ট ব্রাউন

খ. রবার্ট হুক

গ. আইজ্যাক নিউটন

ঘ. ক্যারোলাস লিনিয়াস

সঠিক উত্তর : খ

৫. একটি আদর্শ উদ্ভিদকোষের প্রধান অংশ কয়টি?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

সঠিক উত্তর : ক

৬. উদ্ভিদকোষের কোষপ্রাচীর কী দিয়ে তৈরি?

ক. পেকটিন খ. সেলুলোজ

গ. গ্লুকোজ ঘ. প্রোটিন

সঠিক উত্তর : খ

৭. প্রাণিকোষের আবরণটি কী দ্বারা গঠিত?

ক. সেলুলোজ খ. পেকটিন

গ. প্লাজমা পর্দা ঘ. প্রোটিন

সঠিক উত্তর : গ

৮. কোষমধ্যস্থ সম্পূর্ণ সজীব অংশকে কী বলে?

ক. সাইটোপ্লাজম খ. প্রোটোপ্লাজম

গ. নিউক্লিওপ্লাজম ঘ. এন্ডোপ্লাজম

সঠিক উত্তর : খ

৯. প্রোটোপ্লাজম কোষের প্রধান কয়টি অংশ ধারণ করে?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

সঠিক উত্তর : ক

১০. প্রোটোপ্লাজমে পানির পরিমাণ শতকরা কত ভাগ?

ক. ৫৭-৮০ ভাগ খ. ৬৭-৯০ ভাগ

গ. ৭৭-৮০ ভাগ ঘ. ৮৭-১০০ ভাগ

সঠিক উত্তর : খ

১১. কোষের সজীব অঙ্গাণু ও নির্জীব বস্তুসমূহ কোথায় থাকে?

ক. কোষগহ্বরে খ. সাইটোপ্লাজমে

গ. মাইটোকন্ড্রিয়ায় ঘ. গলগি বডিতে

সঠিক উত্তর : খ

১২. কোষপ্রাচীরের কাজ কী?

ক. সজীব অংশকে রক্ষা করা

খ. নির্জীব অংশ রক্ষা করা

গ. জৈব পদার্থ সংরক্ষণ করা

ঘ. অজৈব পদার্থ সংরক্ষণ করা

সঠিক উত্তর : ক

১৩. একটি আদর্শ কোষে সাধারণত কয়টি অঙ্গাণু দেখা যায়?

ক. ৬ খ. ৭

গ. ৮ ঘ. ১০

সঠিক উত্তর : খ

১৪. উদ্ভিদকোষের সঞ্চিত খাদ্য কী?

ক. স্নেহ খ. শর্করা

গ. গ্লাইকোজেন ঘ. আমিষ

সঠিক উত্তর : খ

১৫. কোষগহ্বর কোথায় থাকে?

ক. প্রোটোপ্লাজমে খ. সাইটোপ্লাজমে

গ. নিউক্লিয়াসে ঘ. মাইটোকন্ড্রিয়ায়

সঠিক উত্তর : খ

১৬. উদ্ভিদকোষের কোষগহ্বরের আকার কেমন?

ক. ছোট খ. বড়

গ. মাঝারি ঘ. খুবই ছোট

সঠিক উত্তর : খ

১৭. প্রাণিকোষের কোষগহ্বর—

i. সাধারণত থাকে না

ii. থাকলেও তা আকারে ছোট

iii. আকারে বড় হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

১৮. প্রোটোপ্লাজম ধারণ করে—

i. কোষপ্রাচীর

ii. সাইটোপ্লাজম

iii. নিউক্লিয়াস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

১৯. সাইটোপ্লাজমে সুনির্দিষ্ট আবরণীযুক্ত সজীব বস্তুগুলোকে কী বলে?

ক. কোষগহ্বর খ. কোষপ্রাচীর

গ. রাইবোজোম ঘ. কোষ অঙ্গাণু

সঠিক উত্তর : ঘ

২০. প্লাস্টিড কোথায় থাকে?

ক. কোষপ্রাচীরে খ. সেন্ট্রিওলে

গ. সাইটোপ্লাজমে ঘ. রাইবোজোমে

সঠিক উত্তর : গ

২১. ক্রিস্টি ও ম্যাট্রিক্স থাকে কোনটিতে?

ক) প্লাস্টিড

খ) গলগি বডি

গ) নিউক্লিয়াস

ঘ) মাইটোকন্ড্রিয়া

সঠিক উত্তর : ঘ

২২. অ্যাক্সন নিচের কোনটির অংশ?

ক) স্নায়ুকলা

খ) পেশিকলা

গ) যোজক কলা

ঘ) আবরণী কলা

সঠিক উত্তর : ক

২৩. ফুলের লাল রঙের জন্য দায়ী কোনটি?

ক. ক্রোমোপ্লাস্ট খ. ক্লোরোপ্লাস্ট

গ. প্রোটোপ্লাস্ট ঘ. লিউকোপ্লাস্ট

সঠিক উত্তর : ক

২৪. কোন রঞ্জক পদার্থের কারণে টমেটোর রং লাল হয়?

ক. ক্লোরোপ্লাস্ট খ. ক্লোরোফিল–এ

গ. ক্লোরোফিল-বি ঘ. লাইকোপেন

সঠিক উত্তর : ঘ

২৫. বর্ণহীন প্লাস্টিড কোনটি?

ক. ক্রোমোপ্লাস্টিড খ. ক্লোরোপ্লাস্ট

গ. লিউকোপ্লাস্টিড ঘ. ক্রোমোপ্লাস্ট

সঠিক উত্তর : গ

২৬. সূর্যের আলোর অভাবে ক্লোরোপ্লাস্ট কিসে পরিণত হয়?

ক. ক্রোমোপ্লাস্টে খ. লিউকোপ্লাস্টে

গ. লিউকোফিলে ঘ. ক্লোরোফিলে

সঠিক উত্তর : খ

২৭. কোনটিকে কোষের পাওয়ার হাউস বলে?

ক. মাইটোকন্ড্রিয়া খ. গলগি বডি

গ. সেন্ট্রিওল ঘ. নিউক্লিয়াস

সঠিক উত্তর : ক

২৮. প্রাণিকোষ বিভাজনের সময় অ্যাস্টার গঠন করা কোনটির কাজ?

ক. সেন্ট্রিওল খ. গলগি বডি

গ. রাইবোজোম ঘ. লাইসোজোম

সঠিক উত্তর : ক

২৯. ক্রোমাটিন তন্তুর প্রতিটি টুকরাকে কী বলে?

ক. সেন্ট্রোজোম খ. ক্রোমাটোজোম

গ. সাইটোপ্লাজম ঘ. ক্রোমোজোম

সঠিক উত্তর : ঘ

৩০. সজীব উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোল বা ডিম্বাকার অঙ্গাণুটি কী?

ক. মাইটোকন্ড্রিয়া খ. প্লাস্টিড

গ. গলগি বডি ঘ. সেন্ট্রিওল

সঠিক উত্তর : খ

৩১. লিউকোপ্লাস্ট কোথায় থাকে?

ক. ফলে খ. বীজে

গ. মূলে ঘ. ফুলে

সঠিক উত্তর : গ

৩২. জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তির উৎস কোনটি?

ক. রাইবোজোম খ. গলজি বডি

গ. লাইসোজোম ঘ. মাইটোকন্ড্রিয়া

সঠিক উত্তর : ঘ

৩৩. ক্রিস্টি ও ম্যাট্রিক্স থাকে কোনটিতে?

ক. নিউক্লিয়াসে খ. মাইট্রোকন্ড্রিয়ায়

গ. প্লাস্টিডে ঘ. গলজি বডিতে

সঠিক উত্তর : খ

৩৪. কোন কোষে সক্রিয় সেন্ট্রিওল থাকে?

ক. উদ্ভিদ খ. প্রাণী

গ. ব্যাকটেরিয়া ঘ. ভাইরাস

সঠিক উত্তর : খ

৩৫. বংশগতির ধারক ও বাহক কোনটি?

ক. নিউক্লিওলাস খ. ক্রোমোজোম

গ. সাইটোপ্লাজম ঘ. রাইবোজোম

সঠিক উত্তর : খ

৩৬. প্রোটোপ্লাজমে পর্দা দিয়ে ঘেরা সর্বাপেক্ষা ঘন বস্তুকে কী বলে?

ক. সাইটোপ্লাজম খ. নিউক্লিয়াস

গ. সেন্ট্রিওল ঘ. রাইবোজোম

সঠিক উত্তর : খ

৩৭. ক্রোমোপ্লাস্ট কাজ করে—

i. ফুল ও ফলের বর্ণবৈচিত্র্য সৃষ্টিতে

ii. কীটপতঙ্গকে আকৃষ্ট করতে

iii. খাদ্য তৈরিতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৩৮. গলজি বস্তুর কাজ হলো—

i. উৎসেচক নিঃসরণ

ii. হরমোন ক্ষরণ

iii. কোষরস ধারণ করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৩৯. নিউক্লিওপ্লাজমের কাজ হলো—

i. ক্রোমোজোমের ধারকরূপে অবস্থান করা

ii. নিউক্লিয়াসের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করা

iii. ক্লোরোফিল ধারণ করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iiii

সঠিক উত্তর : ক

চিত্রের আলোকে ৪০ ও ৪১ নম্বর প্রশ্নের উত্তর দাও

সপ্তম শ্রেণির বিজ্ঞান ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

 

৪০. চিত্রের অঙ্গাণুটি কয় স্তর পর্দা দ্বারা আবৃত?

ক. এক খ. দুই

গ. তিন ঘ. চার

সঠিক উত্তর : খ

৪১. চিত্রের অঙ্গাণুটি —

i. কোষের পাওয়ার হাউস

ii. আঙুলের মতো ভাঁজ সৃষ্টিকারী অন্তঃপর্দা দ্বারা গঠিত

iii. হরমোন ক্ষরণ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৪২. ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতির টিস্যুকে কী বলে?

ক. স্থায়ী টিস্যু খ. আবরণী টিস্যু

গ. স্নায়ু টিস্যু ঘ. পেশি টিস্যু

সঠিক উত্তর : ক

৪৩. স্থায়ী টিস্যুর অবস্থান কোথায়?

ক. বর্ধনশীল অংশে খ. শুধু মূলে

গ. শুধু কাণ্ডে ঘ. উদ্ভিদের সর্বত্র

সঠিক উত্তর : ঘ

৪৪. স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য হলো —

i. কোষপ্রাচীর পুরু

ii. উদ্ভিদের প্রায় সর্বত্র দেখা যায়

iii. নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৪৫. ভাজক টিস্যুর কাজ —

i. নতুন কোষ সৃষ্টি করা

ii. উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি ঘটানো

iii. স্থায়ী টিস্যুর উৎপত্তি ঘটানো

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৪৬. স্থায়ী টিস্যুর কাজ হলো —

i. খাদ্য প্রস্তুত ও পরিবহন করা

ii. টিস্যুর উৎপত্তি ঘটানো

iii. দেহের গঠন ও গাছকে দৃঢ়তা প্রদান করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

৪৭. জিহ্বায় স্বাদ গ্রহণে সাহায্য করে কোন টিস্যু?

ক. মাসকুলার টিস্যু খ. আবরণী টিস্যু

গ. নার্ভ টিস্যু ঘ. যোজক টিস্যু

সঠিক উত্তর : খ

৪৮. মানবদেহে কোন পেশির সংখ্যা বেশি?

ক. ঐচ্ছিক খ. অনৈচ্ছিক

গ. কার্ডিয়াক ঘ. কঙ্কাল

সঠিক উত্তর : ক

৪৯. হৃদ্পেশি কোন ধরনের বিশেষ পেশি?

ক. ঐচ্ছিক পেশি খ. অনৈচ্ছিক পেশি

গ. ভাজক টিস্যু ঘ. নিয়ন্ত্রণযোগ্য পেশি

সঠিক উত্তর : খ

৫০. যে পেশি ইচ্ছেমতো সংকুচিত ও প্রসারিত করা যায় তাকে কী বলে?

ক. ঐচ্ছিক পেশি খ. অনৈচ্ছিক পেশি

গ. হৃদ্পেশি ঘ. পাকস্থলীর পেশি

সঠিক উত্তর : ক

৫১. আবরণী কলার কাজ হলো —

i. আবরণ তৈরি করা

ii. পাচক রস ক্ষরণ করা

iii. স্বাদ গ্রহণ করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৫২. পেশির কাজ হলো —

i. দেহকে চলাচলে সাহায্য করা

ii. দেহের ভেতরের অঙ্গগুলোকে রক্ষা করা

iii. দেহে রক্ত সঞ্চালনে সহায়তা করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৫৩. স্নায়ু টিস্যুর একককে কী বলে?

ক. নেফ্রন খ. নিউরন

গ. অ্যাক্সন ঘ. ডেনড্রন

সঠিক উত্তর : খ

৫৪. নাকের ভেতর কোন কলা বিদ্যমান?

ক. পেশি কলা খ. আবরণী কলা

গ. যোজক কলা ঘ. স্নায়ুকলা

সঠিক উত্তর : গ

৫৫. প্রতিটি নিউরনে কয়টি অংশ থাকে?

ক. ১ খ. ২

গ. ৩ ঘ. ৪

সঠিক উত্তর : গ

৫৬. অ্যাক্সন নিচের কোনটির অংশ?

ক. স্নায়ুকলা খ. পেশিকলা

গ. যোজক কলা ঘ. আবরণী কলা

সঠিক উত্তর : ক

চিত্রের আলোকে ৫৭ ও ৫৮ নম্বর প্রশ্নের উত্তর দাও

সপ্তম শ্রেণির বিজ্ঞান ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

 

৫৭. চিত্রে কোষের কোন অঙ্গাণুটি দেখানো হয়েছে?

ক. সেন্ট্রিওল খ. প্লাস্টিড

গ. গলজি বস্তু ঘ. নিউক্লিয়াস

সঠিক উত্তর : ঘ

৫৮. চিত্রের অঙ্গাণুটি —

i. সাইটোপ্লাজমে পর্দাবেষ্টিত সবচেয়ে ঘন বস্তু

ii. ইন্টারফেজ দশায় প্রকৃত ভৌত গঠন দেখায়

iii. হরমোন ক্ষরণ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৫৯. নিউক্লিয়াসের ভেতরে, গোলাকার ও অপেক্ষাকৃত ঘন বস্তুটির নাম কী?

ক. নিউক্লিওলাস খ. ক্রোমোজোম

গ. সাইটোপ্লাজম ঘ. লাইসোজোম

সঠিক উত্তর : ক

৬০. ক্লোরোপ্লাস্ট রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়?

ক. ক্রোমোপ্লাস্টে খ. লিউকোপ্লাস্টে

গ. লিউকোফিলে ঘ. ক্লোরোফিলে

সঠিক উত্তর : খ

৬১. নিউক্লিয়াসের ভৌত গঠন পরীক্ষার প্রকৃত সময় কোনটি?

ক. প্রোফেজ খ. ইন্টারফেজ

গ. মেটাফেজ  ঘ. টেলোফেজ

সঠিক উত্তর : খ

৬২.উদ্ভিদকোষের বর্ণযুক্ত প্লাস্টিড হলো —

i. ক্লোরোপ্লাস্ট

ii. লিউকোপ্লাস্ট

iii. ক্রোমোপ্লাস্ট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

৬৩. নিচের কোনটির প্রধান কাজ সালোকসংশ্লেষণে সহায়তা করা?

ক. ক্রোমোফিল খ. লিউকোফিল

গ. ক্লোরোফিল ঘ. ক্রোমাটোফিল

সঠিক উত্তর : গ

৬৪. সবুজ ফল পাকার সময় ক্লোরোপ্লাস্ট কিসে পরিণত হয়?

ক. মেসোফিলে খ. লিউকোপ্লাস্টে

গ. ক্লোরোফিলে ঘ. ক্রোমোপ্লাস্টে

সঠিক উত্তর : ঘ

৬৫. প্রতিবেদন সৃষ্টি করতে পারে কোন টিস্যু?

ক. স্নায়ু খ. পেশি

গ. যোজক ঘ. আবরণী

সঠিক উত্তর : ক

৬৬. প্লাস্টিড মুখ্য ভূমিকা রাখে —

i. উদ্ভিদের খাদ্য সংশ্লেষে

ii. বর্ণ গঠনে

iii. খাদ্য সঞ্চয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৬৭. ক্রোমোপ্লাস্টে লাল, কমলা ও হলুদ বর্ণ কোন রঞ্জক পদার্থের কারণে হয়?

ক. ক্লোরোপ্লাস্ট খ. ক্যারোটিনয়েড

গ. ক্লোরোফিল-বি ঘ. লাইকোপেন

সঠিক উত্তর : ঘ

৬৮. রক্ত কোন ধরনের কলা?

ক. পেশি কলা  খ. আবরণী কলা

গ. যোজক কলা ঘ. স্নায়ুকলা

সঠিক উত্তর : ঘ

৬৯. কোন বিশেষ অনৈচ্ছিক পেশি দেহে রক্ত সঞ্চালনে সহায়তা করে?

ক. ঐচ্ছিক পেশি খ. অনৈচ্ছিক পেশি

গ. হৃদপেশি ঘ. নিয়ন্ত্রণযোগ্য পেশি

সঠিক উত্তর : গ

৭০. হাড়ের গঠনের প্রধান উপাদান কোনটি?

ক. ফসফরাস  খ. ক্যালসিয়াম

গ. সালফার ঘ. লোহা

সঠিক উত্তর : খ

আশা করি সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন