এখানে আপনাদের জন্য “ভুবন ভরা যে তোমার নামেতে” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
ভুবন ভরা যে তোমার নামেতে - ইসলামী সঙ্গীত লিরিক্স
ভুবন ভরা যে তোমার নামেতে
রহমানুর রহীম
যত করুণার অপার সিন্ধু
তুমি যে মহামহিম।।
তুমি যে দিয়েছ এ মর- জীবন
তোমার কাছেয় যত নিবেদন
রোজ হাশরের সেই ময়দানে
তুমি যে আল- হাকিম।।
তোমার নামেতে আলোর ঝর্ণা
আধাঁর সরিয়ে বয়
মঙ্গল করো ঘুবনে তোমার
পুণ্যের হোক জয়।
গোনাহগার তব বান্দা যে কাঁদে
কত বেদনায় কত অপরাধে
রহম করগো দেখাও এবার
সেরাতুল মোস্তাকিম।।
রহমানুর রহীম
যত করুণার অপার সিন্ধু
তুমি যে মহামহিম।।
তুমি যে দিয়েছ এ মর- জীবন
তোমার কাছেয় যত নিবেদন
রোজ হাশরের সেই ময়দানে
তুমি যে আল- হাকিম।।
তোমার নামেতে আলোর ঝর্ণা
আধাঁর সরিয়ে বয়
মঙ্গল করো ঘুবনে তোমার
পুণ্যের হোক জয়।
গোনাহগার তব বান্দা যে কাঁদে
কত বেদনায় কত অপরাধে
রহম করগো দেখাও এবার
সেরাতুল মোস্তাকিম।।
-মোহাম্মদ মনিরুজ্জামান-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স