এখানে আপনাদের জন্য “জেগে ওঠো বীর” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
জেগে ওঠো বীর - ইসলামী সঙ্গীত লিরিক্স
জেগে ওঠো বীর মুজাহীদ- খোদ খোদারই সৈন্যদল,
শক্তি মাগো খোদার কাছে, চায়না তোমার অন্যবল।
হাজার বছর রইলে ঘুমে
পথ ছেড়ে আল- কোরানের
তাইতো তোমার আপন ঘরে
নৃত্য চলে শয়তানের।
সেই কোরানের রৌশনীতে ফের
দুনিয়া করো সমুজ্জল।
আফগানিস্তান, ফিলিস্তিন আর
ইথিওপিয়া ইরিত্রিয়ায়
ভাসছে দেখ খোদার জমিন
মুসলমানের খুন-ধারায়।
নির্যাতিত বনি আদমের
অশ্রুতে আজ বয় নহর
ডাকছে তোমায় তাইতো নতুন
তাবুক ওহুদ, সেই বদর।
খোদার রাহে লড়াই করে
ঘোঁচাও দুখীর অশ্রুজল।।
-জামেদ আলী-
শক্তি মাগো খোদার কাছে, চায়না তোমার অন্যবল।
হাজার বছর রইলে ঘুমে
পথ ছেড়ে আল- কোরানের
তাইতো তোমার আপন ঘরে
নৃত্য চলে শয়তানের।
সেই কোরানের রৌশনীতে ফের
দুনিয়া করো সমুজ্জল।
আফগানিস্তান, ফিলিস্তিন আর
ইথিওপিয়া ইরিত্রিয়ায়
ভাসছে দেখ খোদার জমিন
মুসলমানের খুন-ধারায়।
নির্যাতিত বনি আদমের
অশ্রুতে আজ বয় নহর
ডাকছে তোমায় তাইতো নতুন
তাবুক ওহুদ, সেই বদর।
খোদার রাহে লড়াই করে
ঘোঁচাও দুখীর অশ্রুজল।।
-জামেদ আলী-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স