এখানে আপনাদের জন্য “অসীম অপার মহিমা তোমার” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
অসীম অপার মহিমা তোমার - ইসলামী সঙ্গীত লিরিক্স
অসীম অপার মহীমা তোমার
নিখিনের অধিপতি।
যাচি বারবার করুনা তোমার
তোমারেই করি নতি।।
আমার সকল কাজে ও মননে
সকল সাধনা সব আয়োজনে
তোমারি আদেশ পালিতে যতনে-
রহে যেন সদা মতি।।
তুমি যাহা দিবে মোরে ভালবেসে
মন যেন মর তাই ভালবাসে-
ঘৃনা করি যেন পাপ অভিলাষে-
চাহিয়া তোমার প্রতি-
শেষের সেদিন বিচার বেলায়
করো' প্রভু পার ক্ষমার ভেলায়-
পড়ি না যেন গো আধাঁর মেলায়
সে যে নিদারুণ অতি।
নিখিনের অধিপতি।
যাচি বারবার করুনা তোমার
তোমারেই করি নতি।।
আমার সকল কাজে ও মননে
সকল সাধনা সব আয়োজনে
তোমারি আদেশ পালিতে যতনে-
রহে যেন সদা মতি।।
তুমি যাহা দিবে মোরে ভালবেসে
মন যেন মর তাই ভালবাসে-
ঘৃনা করি যেন পাপ অভিলাষে-
চাহিয়া তোমার প্রতি-
শেষের সেদিন বিচার বেলায়
করো' প্রভু পার ক্ষমার ভেলায়-
পড়ি না যেন গো আধাঁর মেলায়
সে যে নিদারুণ অতি।
-আবুল হোসেন ভট্টাচার্য-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স