এখানে আপনাদের জন্য “যখন আমায় ডাকবেনা কেউ” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
যখন আমায় ডাকবেনা কেউ - ইসলামী সঙ্গীত লিরিক্স
যখন আমায় ডাকবেনা কেউ, ডাকবে তুমি।
যখন কাছে থাকবেনা কেউ, থাকবে তুমি।।
মালিক তুমি দ্বীন দুনিয়ার
লক্ষ্য ত্রুটি দেখো আমার,
যখন ত্রুটি ঢাকবে না কেউ, ঢাকবে তুমি।।
যখন আমার দিন ফুরাবে,
আঁধার রাতে রোশনী যাবে,
যখন কথা রাখবে না কেউ, রাখবে তুমি।।
মরণ ঘুমে ক্লান্ত পথিক,
পড়ব ঢুলে শ্রান্ত পথিক,
যখন পাশে জাগবে না কেউ;- জাগবে তুমি।।
যখন কাছে থাকবেনা কেউ, থাকবে তুমি।।
মালিক তুমি দ্বীন দুনিয়ার
লক্ষ্য ত্রুটি দেখো আমার,
যখন ত্রুটি ঢাকবে না কেউ, ঢাকবে তুমি।।
যখন আমার দিন ফুরাবে,
আঁধার রাতে রোশনী যাবে,
যখন কথা রাখবে না কেউ, রাখবে তুমি।।
মরণ ঘুমে ক্লান্ত পথিক,
পড়ব ঢুলে শ্রান্ত পথিক,
যখন পাশে জাগবে না কেউ;- জাগবে তুমি।।
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স