তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর- বিস্তারিত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। ব্যান্ডউইডথ কী?

উত্তরঃ একক সময়ে পরিবাহিত ডেটার পরিমাণ হলো ব্যান্ডউইডথ।


প্রশ্ন-২। সিনক্রোনাইজেশন কী?

উত্তরঃ ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বলা হয় সিনক্রোনাইজেশন।


প্রশ্ন-৩। রেডিও ওয়েভ কী?

উত্তরঃ এটি এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ যার মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্কে ডেটা ট্রান্সমিট করা হয়।


প্রশ্ন-৪। মাইক্রোওয়েভকী?

উত্তরঃ এটি অতি ক্ষুদ্র তরঙ্গ। এ তরঙ্গটি ডেটা ট্রান্সমিশনে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের গিগাহার্টজ ফ্রিকুয়েন্সি ব্যবহার করে।


প্রশ্ন-৫। ইনফ্রারেড কী?

উত্তরঃ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যার ফ্রিকুয়েন্সি সীমা টেরাহার্টজ (THz) পর্যন্ত হয়ে থাকে।


প্রশ্ন-৬। অপটিক্যাল ফাইবার কী?

উত্তরঃ এটি কাঁচ বা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি ইলেকট্রিক ক্যাবল যার মধ্য দিয়ে আলোক সংকেতরূপে ডেটা পরিবাহিত হতে পারে।


প্রশ্ন-৭। ব্লু-টুথ কী?

উত্তরঃ স্বল্প দূরত্বে ডেটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত একটি ওপেন ওয়্যারলেস প্রটোকল হচ্ছে ব্লু-টুথ।


প্রশ্ন-৮। সেলুলার ফোন কী?

উত্তরঃ আমরা যে ছোট মোবাইল ফোন ব্যবহার করি তাকে সেলুলার ফোন বলা হয়ে থাকে।


প্রশ্ন-৯। রোমিং কী?

উত্তরঃ মোবাইল সার্ভিস প্রোভাইডারের কাভারেজ এরিয়ার সীমাবদ্ধতা কাটিয়ে যে বিশেষ আন্তঃসংযোগ ব্যবস্থা গড়ে উঠেছে তাকে বলা হয় রোমিং।


প্রশ্ন-১০। ক্লাউড কম্পিউটিং কী?

উত্তরঃ ইন্টারনেটে সংযুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা ভোগ করার যে পদ্ধতি গড়ে উঠেছে তাকে বলে ক্লাউড কম্পিউটিং।

প্রশ্ন-১১। প্রোগ্রামিং ভাষা কাকে বলে?

উত্তরঃ প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত বর্ণ, সংখ্যা, চিহ্ন, সংকেত, শব্দ ইত্যাদির সমন্বয়ে গঠিত নিয়মনীতিকে প্রোগ্রামিং ভাষা বলে।


প্রশ্ন-১২। সুডোকোড (Pseudo code) কি?

উত্তরঃ সুডো একটি গ্রীক শব্দ। যার অর্থ ছদ্ম বা অবাস্তব অর্থাৎ যা সত্য নয়। প্রোগ্রাম রচনার পূর্বে অ্যালগরিদম ও ফ্লোচার্ট ব্যবহার করে নির্দিষ্ট ভাষায় প্রোগ্রামের খসড়া করাকেই বলা হয় সুডো কোড।


প্রশ্ন-১৩। সুইচ কি?

উত্তরঃ সুইচ একটি ছোট আইসিটি যন্ত্র। বর্তমানে যেকোনো নেটওয়ার্ক তৈরি করতে বেশিরভাগ সময় সুইচ ব্যবহার করা হয়।


প্রশ্ন-১৪। ফিল ও স্ট্রোক কি?

উত্তরঃ একটি অবজেক্টের প্রান্ত বা বর্ডারকে বলা হয় স্ট্রোক এবং ভেতরের অংশকে বলা হয় ফিল।


প্রশ্ন-১৫। এরিয়া টেক্সট কি?

উত্তরঃ বর্গাকার বা আয়তকার, বৃত্তাকার বা ডিম্বাকার বা অন্য যেকোনো প্রকার বদ্ধ পাথের ভেতরে টাইপ করা বা স্থাপিত লেখাকে এরিয়া টেক্সট (Area Text) বলা হয়।


প্রশ্ন-১৬। স্ক্যান ডিস্ক (Scan Disk) এর ব্যবহার লিখ।

উত্তরঃ নিচে স্ক্যানডিস্কের ব্যবহার তুলে ধরা হলো–

১.  Scan Disk কমান্ড প্রয়োগ করে Hard Disk-এর গতি বৃদ্ধি করা হয়।

২.  Hard Disk-এর অভ্যন্তরে কোনো ময়লা, ব্যাড সেক্টর ইত্যাদি থাকলে তা ঠিক করে।

৩.  Hard Disk-এর কোনো শব্দ অনুভব হয় না।


প্রশ্ন-১৭। ইনপুট ডিভাইস কাকে বলে?

উত্তরঃ কম্পিউটারে ইনপুট প্রদানের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে ইনপুট ডিভাইস বলে। যেমন– কি-বোর্ড (Keyboard), মাউস (Mouse), ডিজিটাল ক্যামেরা (Digital camera), স্ক্যানার (Scanner), ভিডিও ক্যামেরা (Video camera), ওয়েব ক্যাম ইত্যাদি।


আশা করি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন