বস্তুর ওপর তাপের প্রভাব আলোচনা করো- বিস্তারিত

বস্তুর ওপর তাপের প্রভাব আলোচনা করো:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা বস্তুর ওপর তাপের প্রভাব আলোচনা করো বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

বস্তুর ওপর তাপের প্রভাব আলোচনা করো

বস্তুর ওপর তাপের প্রভাব আলোচনা করো

কোন বস্তুতে তাপ প্রয়োগ করলে বস্তুতে ধর্মের পরিবর্তন হয়। নিম্নে কতিপয় পরিবর্তন আলোচনা করা হলোঃ

  • উষ্ণতার পরিবর্তন : কোন বস্তুতে তাপ প্রয়োগ করলে সাধারণত তার উষ্ণতা বৃদ্ধি পায় এবং তাপ অপসারণ করলে উষ্ণতা কমে যায়।
  • অবস্থার পরিবর্তন : তাপ প্রয়োগে কঠিন পদার্থ তরলে এবং তরল পদার্থ বাষ্পে পরিণত হয়। তাপ অপসারণ করলে বিপরীত ঘটনা ঘটে। অর্থাৎ বাষ্প তরলে এবং তরল কঠিন পদার্থে পরিণত হয়। যতক্ষণ অবস্থার পরিবর্তন ঘটে ততক্ষণ তাপমাত্রার পরিবর্তন হয় না।
  • পদার্থের প্রসারণ : তাপ প্রয়োগে বস্তুর দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তনের প্রসারণ হয়। কঠিন পদার্থের তিন রকম প্রসারণই হতে পারে। তরল বা বায়বীয় পদার্থে শুধু আয়তনের প্রসারণ হয়।
  • ভৌত ধর্মের পরিবর্তন : তাপ প্রয়োগে চুম্বকের চৌম্বক ধর্ম নষ্ট হয়। ধাতব পদার্থের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কমে যায়। তরল বা বায়বীয় পদার্থে শুধু আয়তনের প্রসারণ হয়।
  • রাসায়নিক পরিবর্তন : তাপ প্রয়োগে অনেক সময় রাসায়নিক বিক্রিয়া ঘটে। যেমন : কার্বনকে উত্তপ্ত করলে বাতাসের অক্সিজেনের সাথে মিশে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়।
  • দহন : তাপে দাহ্য বস্তুর দহন ঘটে। কেরোসিন, পেট্রোল, কাঠ প্রভৃতি পদার্থ তাপ প্রয়োগে জ্বলে।
  • আলোর উৎপত্তি : বেশির ভাগ তাপ প্রয়োগে অনেক বস্তু উজ্জ্বল হয় অর্থাৎ আলোর উৎপত্তি হয়। বৈদ্যুতিক বাল্বের ভেতরের তার উত্তপ্ত হয়ে আলো দেয়।


আশা করি বস্তুর ওপর তাপের প্রভাব আলোচনা করোএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন