এখানে আপনাদের জন্য “ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ শহীদের ঈদগাহে চলো” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ শহীদের ঈদগাহে চলো - ইসলামী সঙ্গীত লিরিক্স
শহীদের ঈদগাহে চলো
চলো মুজাহিদ চলো চলো
জিহাদের ময়দানে চলো
শহিদের ঈদগাহে চলো
অন্যায় জুলুম বাতিলের ভিত্তি
বজ্র হুঙ্কারে দলো
চলো চলো।।
অশান্ত এই পৃথিবীতে
মানবতা আজ বন্দি
অবিচার অনাচার বাতিলের সঙ্গে
হয়েছে যে তাগুতের সন্ধি
তৌহিদী হেরারাহী জাগোরে
কুফুরির বুনিয়াদ ভাংগোরে
কোরানের শমশির
হাতে তুলে নাও বীর
জিহাদের ময়দানে চলো
চলো চলো।।
ধরাতল জুড়ে আজ অশান্তি শুধু হায়
অস্ত্রের ঝন-ঝন ঝংকার
হায়নার মত আজ বড় বড় শক্তি
কেড়ে নেয় মানুষের অধিকার।।
দিগন্তে ঐ শোনো শোনো
মজলুমানের কান্না
রোগে শোকে অনাহারে
দু’মুঠো অন্ন
এতটুকু ঔষধো পায়না
পথে পথে পড়ে আছে অসহায়
সমাজের ওরা যেন কেউ নয়
ঐ সব মানুষের
মুক্তির জন্যে
জিহাদের ময়দানে চলো
চলো চলো।।
চলো মুজাহিদ চলো চলো
জিহাদের ময়দানে চলো
শহিদের ঈদগাহে চলো
অন্যায় জুলুম বাতিলের ভিত্তি
বজ্র হুঙ্কারে দলো
চলো চলো।।
অশান্ত এই পৃথিবীতে
মানবতা আজ বন্দি
অবিচার অনাচার বাতিলের সঙ্গে
হয়েছে যে তাগুতের সন্ধি
তৌহিদী হেরারাহী জাগোরে
কুফুরির বুনিয়াদ ভাংগোরে
কোরানের শমশির
হাতে তুলে নাও বীর
জিহাদের ময়দানে চলো
চলো চলো।।
ধরাতল জুড়ে আজ অশান্তি শুধু হায়
অস্ত্রের ঝন-ঝন ঝংকার
হায়নার মত আজ বড় বড় শক্তি
কেড়ে নেয় মানুষের অধিকার।।
দিগন্তে ঐ শোনো শোনো
মজলুমানের কান্না
রোগে শোকে অনাহারে
দু’মুঠো অন্ন
এতটুকু ঔষধো পায়না
পথে পথে পড়ে আছে অসহায়
সমাজের ওরা যেন কেউ নয়
ঐ সব মানুষের
মুক্তির জন্যে
জিহাদের ময়দানে চলো
চলো চলো।।
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স