এখানে আপনাদের জন্য “ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ লাইলাহা ইল্লাল্লাহ” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ লাইলাহা ইল্লাল্লাহ - ইসলামী সঙ্গীত লিরিক্স
লাইলাহা ইল্লাল্লাহ
নেই কেহ নেই আল্লাহ ছাড়া
পাখীর গানে গানে
হাওয়ার তানে তানে
ঐ নামেরই পাই মহিমা
হলে আপনহারা।।
ফুলের ঘ্রানে ঘ্রানে
অলীর গুঞ্জরনে
ঐ নামেরই স্রোতের নদী
মাতায় সাগর পাড়া।।
নদীর কলকলে
ঢেউয়ের ছলছলে
ঐ নামেরই সুর শোনা যায়-
মুগ্ধ মুক্তধারা।।
তারার চোখে চোখে
চাঁদের মুখে মুখে
ঐ নামেরই নুর দেখে দূর
হয় যে আঁধার- কারা।।
আকাশ নীলে নীলে
মুখর ঝিলে ঝিলে
ঐ নামেরই ঝর্ণাধারা
আকুল ব্যাকুল করা।।
নেই কেহ নেই আল্লাহ ছাড়া
পাখীর গানে গানে
হাওয়ার তানে তানে
ঐ নামেরই পাই মহিমা
হলে আপনহারা।।
ফুলের ঘ্রানে ঘ্রানে
অলীর গুঞ্জরনে
ঐ নামেরই স্রোতের নদী
মাতায় সাগর পাড়া।।
নদীর কলকলে
ঢেউয়ের ছলছলে
ঐ নামেরই সুর শোনা যায়-
মুগ্ধ মুক্তধারা।।
তারার চোখে চোখে
চাঁদের মুখে মুখে
ঐ নামেরই নুর দেখে দূর
হয় যে আঁধার- কারা।।
আকাশ নীলে নীলে
মুখর ঝিলে ঝিলে
ঐ নামেরই ঝর্ণাধারা
আকুল ব্যাকুল করা।।
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স