এখানে আপনাদের জন্য “রাহমাতুল্লিল আলামীন, সারদারে আল কাওনাইন” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
রাহমাতুল্লিল আলামীন, সারদারে আল কাওনাইন - ইসলামী সঙ্গীত লিরিক্স
রাহমাতুল্লিল আলামীন, সারদারে আল কাওনাইন
কামলিওয়ালা পেয়ারা নবী নাওগো ছালাম, নাওগো ছালাম।।
তুমি তো রহমতেরই শুধা হয়ে এলে ভবে
তোমারই আগমনে হেদায়াত পেলো সবে
তোমারই নুরের ছোঁয়ায় উঠলো জেগে বসুন্ধরা
তোমারই খাছ ওছিলাতে সুন্দর এই সারা জাহান।।
যতদিন তোমার আনিত হেদায়াত মানুষ ছিল ধরে
ততদিন রহমতেরই দরিয়া ছিল তাদের ঘিরে
শান্তি ও সুখ ছিল দিকে দিকে দিশ- বিদিশায়
ধুকে ধুকে মরেনি মানুষ অনাহার আর দরিদ্রতায়
তোমায় পেয়ে এ ধরার
ঘুঁচলো সকল অন্ধকার
পাপী তাপী সবার তুমি রহমতে আম।।
কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি
সকলের মুক্তি তরে করেছো দোয়া দিবস যামী
শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতদার
আল-আমীন উপাধি তাই ছিলো তোমার পাওনা উপহার
চেয়ে চেয়ে মাগফেরাত
কাঁদবো যেদিন আখেরাত
তুমিই শুধু সাফায়াতের দেবে আনজাম।।
কামলিওয়ালা পেয়ারা নবী নাওগো ছালাম, নাওগো ছালাম।।
তুমি তো রহমতেরই শুধা হয়ে এলে ভবে
তোমারই আগমনে হেদায়াত পেলো সবে
তোমারই নুরের ছোঁয়ায় উঠলো জেগে বসুন্ধরা
তোমারই খাছ ওছিলাতে সুন্দর এই সারা জাহান।।
যতদিন তোমার আনিত হেদায়াত মানুষ ছিল ধরে
ততদিন রহমতেরই দরিয়া ছিল তাদের ঘিরে
শান্তি ও সুখ ছিল দিকে দিকে দিশ- বিদিশায়
ধুকে ধুকে মরেনি মানুষ অনাহার আর দরিদ্রতায়
তোমায় পেয়ে এ ধরার
ঘুঁচলো সকল অন্ধকার
পাপী তাপী সবার তুমি রহমতে আম।।
কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি
সকলের মুক্তি তরে করেছো দোয়া দিবস যামী
শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতদার
আল-আমীন উপাধি তাই ছিলো তোমার পাওনা উপহার
চেয়ে চেয়ে মাগফেরাত
কাঁদবো যেদিন আখেরাত
তুমিই শুধু সাফায়াতের দেবে আনজাম।।
-তারিক মোহাম্মদ মনোয়ার হোসাইন-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স