অসম্পূর্ণ প্রকটতা ও সমপ্রকটতা কাকে বলে? | উদাহরণসহ লিখ- বিস্তারিত

অসম্পূর্ণ প্রকটতা ও সমপ্রকটতা কাকে বলে? উদাহরণসহ লিখ:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা অসম্পূর্ণ প্রকটতা ও সমপ্রকটতা কাকে বলে? উদাহরণসহ লিখ বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

অসম্পূর্ণ প্রকটতা ও সমপ্রকটতা কাকে বলে? উদাহরণসহ লিখ- বিস্তারিত

অসম্পূর্ণ প্রকটতা ও সমপ্রকটতা কাকে বলে? উদাহরণসহ লিখ

অসম্পূর্ণ প্রকটতা : বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে ক্রস ঘটানো হলে, সৃষ্ট বংশধরে যদি কোনো বৈশিষ্ট্যেরই প্রকট প্রকাশ না পেয়ে উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি একটি বৈশিষ্ট্য প্রকাশ পায়, তবে তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে।

উদাহরণ : সন্ধ্যামালতি ফুলের ক্ষেত্রে অস্পূর্ণ প্রকটতা দেখা যায়। এর ফিনোটাইপিক অনুপাত ১ : ২ : ১।


সমপ্রকটতা : মেন্ডেলের ১ম সূত্রানুযায়ী F1 জনুতে দুটি ভিন্ন বৈশিষ্ট্যের যেকোনো একটি বৈশিষ্ট্য প্রকাশ পাবার কথা। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দুটি বৈশিষ্ট্যই একত্রে প্রকাশ পেতে দেখা যায়। এ ঘটনাকে সমপ্রকটতা বলে।

উদাহরণ : আন্দালোশিয়ান মোরগ-মুরগিতে সমপ্রকটতা দেখা যায়।


আশা করি অসম্পূর্ণ প্রকটতা ও সমপ্রকটতা কাকে বলে? উদাহরণসহ লিখএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন