এখানে আপনাদের জন্য “আল কুরআন” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
আল কুরআন - ইসলামী সঙ্গীত লিরিক্স
পবিত্র পাক গ্রন্থ খোদার,
যার মহিমার নাইতো ক্ষয়
মুত্তাকীদের দিশারী আর
পূর্ণ জ্ঞানের এ সঞ্চয়।
নাজিল হল পুণ্য কালাম
রমজানেরি কদর রাতে,
রোশনী যে তার ছড়িয়ে গেলো
সব আলমে বিশ্বময়।।
নাজিল হলে পাহাড়ে যা
পাহাড় যেতো দীর্ণ হয়ে
রাখলো তাকে নবির হৃদয়
সত্য জ্ঞানে অসংশয়।।
স্রষ্টার এ পরিচিতি
পুণ্য কালাম তৌহিদের
জ্বলন্ত এ সাক্ষ্য প্রমান
চিরন্তনী এ দুর্জয়।।
জ্ঞান বিজ্ঞান্ময় এ কোরান
কাটে আঁধার অজ্ঞতার,
সৃষ্টি লোকের রহস্য যা
বিলায় আলো সুনিশ্চয়।।
-ফররুখ আহমেদ-
যার মহিমার নাইতো ক্ষয়
মুত্তাকীদের দিশারী আর
পূর্ণ জ্ঞানের এ সঞ্চয়।
নাজিল হল পুণ্য কালাম
রমজানেরি কদর রাতে,
রোশনী যে তার ছড়িয়ে গেলো
সব আলমে বিশ্বময়।।
নাজিল হলে পাহাড়ে যা
পাহাড় যেতো দীর্ণ হয়ে
রাখলো তাকে নবির হৃদয়
সত্য জ্ঞানে অসংশয়।।
স্রষ্টার এ পরিচিতি
পুণ্য কালাম তৌহিদের
জ্বলন্ত এ সাক্ষ্য প্রমান
চিরন্তনী এ দুর্জয়।।
জ্ঞান বিজ্ঞান্ময় এ কোরান
কাটে আঁধার অজ্ঞতার,
সৃষ্টি লোকের রহস্য যা
বিলায় আলো সুনিশ্চয়।।
-ফররুখ আহমেদ-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স