এখানে আপনাদের জন্য “ওগো নুর নবী হযরত” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
ওগো নুর নবী হযরত - ইসলামী সঙ্গীত লিরিক্স
ওগো নুর নবী হযরত
আমরা- তোমারি উম্মত।।
তুমি দয়াল নবী
তুমি নূরের রবি
তুমি- বাসলে ভাল জগত জনে
দেখিয়ে দিলে পথ।।
আমরা তোমার পথে চলি,
আমরা তোমার কথা বলি,
তোমার আলোয় পাই যে খুঁজে
ঈমান; ঈজ্জত।।
আমরা- তোমারি উম্মত।।
তুমি দয়াল নবী
তুমি নূরের রবি
তুমি- বাসলে ভাল জগত জনে
দেখিয়ে দিলে পথ।।
আমরা তোমার পথে চলি,
আমরা তোমার কথা বলি,
তোমার আলোয় পাই যে খুঁজে
ঈমান; ঈজ্জত।।
সারা জাহানবাসী,
আমরা- তোমায় ভালবাসি,
তোমায় ভালবেসে মনে
পাই মোরা হিম্মত।।
-ফররুখ আমহেদ-
আমরা- তোমায় ভালবাসি,
তোমায় ভালবেসে মনে
পাই মোরা হিম্মত।।
-ফররুখ আমহেদ-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স