অক্ষরেখা কাকে বলে? | অক্ষরেখার বৈশিষ্ট্য কি কি?- বিস্তারিত

অক্ষরেখা কাকে বলে? অক্ষরেখার বৈশিষ্ট্য কি কি?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা অক্ষরেখা কাকে বলে? অক্ষরেখার বৈশিষ্ট্য কি কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

অক্ষরেখা কাকে বলে? অক্ষরেখার বৈশিষ্ট্য কি কি?

অক্ষরেখা কাকে বলে? 

পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর-দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষরেখা বলে। এ অক্ষরেখার উত্তর-প্রান্ত বিন্দুকে উত্তর মেরু বা সুমেরু এবং দক্ষিণ-প্রান্ত বিন্দুকে দক্ষিণ মেরু বা কুমেরু বলে।

অক্ষরেখার বৈশিষ্ট্য কি কি?

অক্ষরেখার বৈশিষ্ট্য

অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো নিম্নরূপঃ

১) অক্ষরেখাগুলি পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেস্টন করে আছে।

২) প্রত্যেকটি অক্ষরেখা এক একটি পূর্ণবৃত্ত ও পরস্পরের সমান্তরাল।

৩) অক্ষরেখা গুলির মধ্যে নিরক্ষরেখার পরিধি সবচেয়ে বেশি বলে, একে মহাবৃত্ত বলা হয়।

৪) একই অক্ষরেখায় অবস্থিত যেকোনো স্থান থেকে নিরক্ষরেখার দূরত্ব সবসময় সমান হয়।

৫) সব অক্ষরেখার পরিধি সমান নয়। নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণে এগুলি ক্রমশ ছোট হতে হতে মেরু অঞ্চলে বিন্দুতে পরিণত হয়।

৬) একই অক্ষরেখায় অবস্থিত বিভিন্ন স্থানের দিন রাত্রির দৈর্ঘ্য ও জলবায়ু প্রায় একই রকমের হয়। বিভিন্ন অক্ষরেখার জলবায়ু ভিন্ন ভিন্ন হয়।

৭) নিরক্ষরেখাকে প্রধান অক্ষরেখা বলা হয়।


আশা করি অক্ষরেখা কাকে বলে? অক্ষরেখার বৈশিষ্ট্য কি কি?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন