এখানে আপনাদের জন্য “লেখা আছে কত কথা” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
লেখা আছে কত কথা - ইসলামী সঙ্গীত লিরিক্স
লেখা আছে কত কথা
সোনালী ফসলের ঘ্রানে
রূপালী নদির স্রোতে
লেখা আছে কত কথা।
আমার স্বদেশ পুণ্যভূমির
মধুর মধুর বারতা।।
পাখিরা ফুলের ঘাসের কুঞ্জ আসরে
মধুর বিলাসী অপ্রূপ তার বাসরে
কী হাওয়ায় দোলে মুহু মুহু
জীবনের যত রুপকথা।।
সব কথা ঝরে বৃষ্টি মাদলে
মায়াসম মিশে মাটিতে,
কাঙ্ঘিত শান্তি- আলো জ্বলে হেথা
মানুষেরা ফেরে চারিভিতে।।
প্রতিজ্ঞা জাগে মাদকতাময় উল্লাসে
শিশিরস্নাত সূর্যের রাঙ্গা আকাশে
কী যে ভালো লাগে তারে
ফুল হয়ে ফোটে ব্যথা!!
-আলমগীর জলিল-
সোনালী ফসলের ঘ্রানে
রূপালী নদির স্রোতে
লেখা আছে কত কথা।
আমার স্বদেশ পুণ্যভূমির
মধুর মধুর বারতা।।
পাখিরা ফুলের ঘাসের কুঞ্জ আসরে
মধুর বিলাসী অপ্রূপ তার বাসরে
কী হাওয়ায় দোলে মুহু মুহু
জীবনের যত রুপকথা।।
সব কথা ঝরে বৃষ্টি মাদলে
মায়াসম মিশে মাটিতে,
কাঙ্ঘিত শান্তি- আলো জ্বলে হেথা
মানুষেরা ফেরে চারিভিতে।।
প্রতিজ্ঞা জাগে মাদকতাময় উল্লাসে
শিশিরস্নাত সূর্যের রাঙ্গা আকাশে
কী যে ভালো লাগে তারে
ফুল হয়ে ফোটে ব্যথা!!
-আলমগীর জলিল-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স