এনিমেশন কি? এনিমেশনের প্রকারভেদ ও ব্যবহার: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “এনিমেশন কি? এনিমেশনের প্রকারভেদ ও ব্যবহার” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
এনিমেশন কি? এনিমেশনের প্রকারভেদ ও ব্যবহার
এনিমেশন কি? (What is animation?)
এনিমেশন এক ধরনের গ্রাফিক্স বা চিত্র। তবে সেটি চলমান বা স্থির হতে পারে। এটি দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক হতে পারে। আমাদের দেশে এনিমেশনের ব্যবহারও ক্রমশ ব্যাপক হচ্ছে। বিশেষ করে বিজ্ঞাপন চিত্রে এনিমেশন একটি প্রিয় বিষয়। তবে এনিমেশনে কাজ করার লোকের অভাব রয়েছে। আসলে এনিমেশন কখনোই কেবল একক মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় না। এর সাথে অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স ইত্যাদির সম্পর্ক রয়েছে।
এনিমেশনের প্রকারভেদ (Types of Animation)
এনিমেশন সাধারণত দুই প্রকার। যথা : ১। দ্বিমাত্রিক (2D) এনিমেশন ও ২. ত্রিমাত্রিক (3D) এনিমেশন।
এনিমেশনের ব্যবহার আলোচনা করা হলো–
- শিক্ষাক্ষেত্রে যেকোনো বিষয় শিক্ষার্থীর নিকট চিত্র আকারে তুলে ধরার জন্য এনিমেশন ব্যবহার করা হয়।
- চিকিৎসাক্ষেত্রে মানুষের দেহের অঙ্গ-প্রত্যঙ্গের কার্যক্রম দৃশ্যমান আকারে তুলে ধরার জন্য এনিমেশন ব্যবহার করা হয়।
- কোনো স্থাপনার নকশা তৈরির জন্য এনিমেশন ব্যবহার করা হয়।
- যান্ত্রিক বিষয়ের খুঁটিনাটি তুলে ধরার জন্য এবং কোনো যন্ত্রের কার্যক্রম চলমান চিত্র আকারে তুলে ধরার জন্য এনিমেশন ব্যবহার করা হয়।
- মানুষদের কোনো কার্যক্রম সম্পর্কে ভিডিও আকারে প্রশিক্ষণ দেওয়ার জন্য এনিমেশন ব্যবহার করে তা ব্যাখ্যা করা হয়।