এখানে আপনাদের জন্য “তোমার বন্দনার ভাষা খুঁজে পাইনা” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
তোমার বন্দনার ভাষা খুঁজে পাইনা - ইসলামী সঙ্গীত লিরিক্স
তোমার বন্দনার ভাষা খুঁজে পাইনা,
কোন গানে ডাকি তোমায়
কোন সুরে ডাকি তোমায়
বুঝে আসে না।
আ আ আ আ
কোকিলের মত যদি কন্ঠে থাকিত সুর,
তোমার নামে গান গাইতাম সুমধুর।
দোয়েলের মত করে
মুহু মুহু মুহু স্বরে।
ডাকা হয় না।
জোছনা বিলিয়ে চাঁদ তোমাকে স্মরে,
সুবাস ছড়ায় সুল তোমার তরে।
সময়ের বাঁকে বাঁকে পথ চলা অবিরাম,
জীবনে প্রয়জনে অবিরত সংগ্রাম।
পাহাড়ের বুক চিরে
ঝর্ণার মত ধীরে/ নিভৃতে ধীরে ধীরে।
ডাকা হয় না।
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স