আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “বিপ্লব বিপ্লব হই আগুয়ান” এর লিরিক্স দেওয়া হলো।
বিপ্লব বিপ্লব হই আগুয়ান - ইসলামী সঙ্গীত লিরিক্স
বিপ্লব বিপ্লব হই আগুয়ান
বীর সেনা মুসলিম বীর নওজোয়ান।
দ্বীন কায়েমের তরে এলো আহ্বান,
সেই ডাকে গেয়ে যাবো জিহাদের গান।
যত সব মন গড়া বিধান ছেড়ে
বেঁচে রবো রাসুলের সুন্নাহ ধরে।
আঘাত আসুক, বাধা আসুক
কিংবা আসুক ঝড় তুফান।
মানুষের তৈরি মন গড়া মতবাদ
কায়েমী স্বার্থে দুনিয়াটা বরবাদ।
সাম্যের লেবাসে শোষনের হাতিয়ার
শান্তির লেশ নেই আছে শুধু হাহাকার।
কোরআনের রাজ কর হে কায়েম
হটায়ে নাফরমান।
কথাঃ হাসিনুর রব মানু
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী
বীর সেনা মুসলিম বীর নওজোয়ান।
দ্বীন কায়েমের তরে এলো আহ্বান,
সেই ডাকে গেয়ে যাবো জিহাদের গান।
যত সব মন গড়া বিধান ছেড়ে
বেঁচে রবো রাসুলের সুন্নাহ ধরে।
আঘাত আসুক, বাধা আসুক
কিংবা আসুক ঝড় তুফান।
মানুষের তৈরি মন গড়া মতবাদ
কায়েমী স্বার্থে দুনিয়াটা বরবাদ।
সাম্যের লেবাসে শোষনের হাতিয়ার
শান্তির লেশ নেই আছে শুধু হাহাকার।
কোরআনের রাজ কর হে কায়েম
হটায়ে নাফরমান।
কথাঃ হাসিনুর রব মানু
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী
আশা করি আপনারা আপনাদের প্রিয় “বিপ্লব বিপ্লব হই আগুয়ান” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স