অধ্যায়-৩: এসি তিন ফেজ সার্কিট, ভোকেশনাল প্রশ্ন ও উত্তর- বিস্তারিত

অধ্যায়-৩: এসি তিন ফেজ সার্কিট, ভোকেশনাল প্রশ্ন ও উত্তর:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা অধ্যায়-৩: এসি তিন ফেজ সার্কিট, ভোকেশনাল প্রশ্ন ও উত্তর বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

অধ্যায়-৩: এসি তিন ফেজ সার্কিট, ভোকেশনাল প্রশ্ন ও উত্তর

অধ্যায়-৩: এসি তিন ফেজ সার্কিট, ভোকেশনাল প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। ফেজ অর্থ কি?

উত্তরঃ ফেজ অর্থ দশা বা অবস্থান। এসি সাপ্লায়ে ফেজ বলতে কারেন্ট, ভোল্টেজের মান, দিক এবং অবস্থানকে বোঝায়।


প্রশ্ন-২। ফেজ এঙ্গেল কী?

উত্তরঃ সার্কিটের এসি প্রবাহের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ ও ফেজ কারেন্টের মধ্যবর্তী কৌণিক দূরত্বকে ফেজ এঙ্গেল বলে।


প্রশ্ন-৩। এসি তিন-ফেজ ব্যবস্থায় ফেজ পার্থক্য কত?

উত্তরঃ এসি তিন-ফেজ ব্যবস্থায় ফেজ পার্থক্য ১২০°।


প্রশ্ন-৪। লাইন ভোল্টেজ কী?

উত্তরঃ দুটি লাইনের মধ্যে যে ভোল্টেজ পাওয়া যায় তাকে লাইন ভোল্টেজ বলে।


প্রশ্ন-৫। ফেজ ভোল্টেজ কী?

উত্তরঃ ফেজ তার ও নিউট্রাল তারের মধ্যে যে ভোল্টেজ পাওয়া যায়, তাকে ফেজ ভোল্টেজ বলে।

প্রশ্ন-৬। লাইন কারেন্ট কাকে বলে?

উত্তরঃ এসি তিন ফেজ চার তার পদ্ধতিতে প্রতিটি লাইনের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয়, তাকে লাইন কারেন্ট বলে।


প্রশ্ন-৭। ফেজ কারেন্ট কাকে বলে?

উত্তরঃ প্রতিটি কয়েলে বা ফেজ দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয়, তাকে ফেজ কারেন্ট বলে।


প্রশ্ন-৮। এসি তিন ফেজ সার্কিটের সুবিধাগুলো লিখ৷

উত্তরঃ এসি তিন ফেজ সার্কিটের সুবিধাগুলো :

  • তিন ফেজ ব্যবস্থায় অধিকতর সরু তার ব্যবহার করা যায়, ফলে আর্থিক সাশ্রয় হয়।
  • তিন ফেজ পদ্ধতিতে ব্যবহৃত যন্ত্রপাতিসমূহের কর্মদক্ষতা বেশি।
  • অধিক পরিমাণ পাওয়ার উৎপাদন ও সরবরাহ করার জন্য তিন ফেজ পদ্ধতি সুবিধাজনক।
  • তিন ফেজ মোটর নিজে স্টার্ট নিতে পারে।
  • তিন ফেজ ব্যবস্থায় অলটারনেটকে সহজেই সিনক্রোনাইজ করা যায়।
  • তিন ফেজ ব্যবস্থা হতে এক ফেজের লোডে সাপ্লাই দেয়া সম্ভব।

আশা করি অধ্যায়-৩: এসি তিন ফেজ সার্কিট, ভোকেশনাল প্রশ্ন ও উত্তরএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন