এখানে আপনাদের জন্য “ভালোবাসো যদি তুমি কাউকে” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
ভালোবাসো যদি তুমি কাউকে - ইসলামী সঙ্গীত লিরিক্স
ভালোবাসো যদি তুমি কাউকে
ভালোবাসো আল্লাহ'র জন্য,
মন থেকে ঘৃনা যদি কর কাউকে
তাও করো আল্লাহ'র জন্য।
বন্ধুত্ব হয় যদি কারো সাথে
লক্ষটা যেন থাকে সৎ
সততার গুনে যে হয় বলীয়ান
ভোলে না সে আল্লাহ'র পথ।
আল্লাহ'র জন্য বন্ধু যদি হও
ঈমান হবে তবে পূর্ন।
শত্রু ভাবো যদি তুমি কাউকে
লক্ষ যেন হয় আল্লাহর সন্তোষ,
হৃদয় ও মন হোক উদার আকাশ
ভুলে যাও ব্যক্তিগত রোষ।
কাউকে যদি তুমি কিছু দান করো
মনে রেখো আল্লাহ'র ভয়,
না যদি করো দান কাউকে কিছু
তাও যেনো আল্লাহ'র তরে হয়।
আল্লাহ'র জন্য নিজকে সঁপে দাও
হবেন তিনি তোমার জন্য।
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স