এখানে আপনাদের জন্য “ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ আগুনের ফুলকিরা এসো জড়ো হই” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ আগুনের ফুলকিরা এসো জড়ো হই - ইসলামী সঙ্গীত লিরিক্স
আগুনের ফুলকিরা এসো জড়ো হই
দাবানল জ্বালবার মন্ত্রে
বজ্রের আক্রোশে আঘাত হানি
মানুষের মন গড়া তন্ত্রে।।
এসো বন্যার খরতেজ মাড়িয়ে
এসো উল্কার ক্ষিপ্রতা ছাড়িয়ে
নির্দয় নির্মম আঘাত হানি
তাগুতের সব ষড়যন্ত্রে।।
তৌহিদী বিপ্লব দিকে দিকে আনো আজ
শান্তির সয়লাব বুকে বুকে দানো আজ।
এসো সত্যের সূর্যটা উদিয়ে
এসো জেহাদের সংগীন উঁচিয়ে
প্রলয়ের হুংকারে ধ্বংস আনি
বাতিলের সব ষড়যন্ত্রে।।
দাবানল জ্বালবার মন্ত্রে
বজ্রের আক্রোশে আঘাত হানি
মানুষের মন গড়া তন্ত্রে।।
এসো বন্যার খরতেজ মাড়িয়ে
এসো উল্কার ক্ষিপ্রতা ছাড়িয়ে
নির্দয় নির্মম আঘাত হানি
তাগুতের সব ষড়যন্ত্রে।।
তৌহিদী বিপ্লব দিকে দিকে আনো আজ
শান্তির সয়লাব বুকে বুকে দানো আজ।
এসো সত্যের সূর্যটা উদিয়ে
এসো জেহাদের সংগীন উঁচিয়ে
প্রলয়ের হুংকারে ধ্বংস আনি
বাতিলের সব ষড়যন্ত্রে।।
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স