আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান - লিরিক্স

এখানে আপনাদের জন্য “আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।

আহলান সাহলান মারহাবান ইয়া রামাদ্বান - ইসলামী সঙ্গীত লিরিক্স

আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান
যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে
গায় জীবনের গান
আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান
যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে
গায় জীবনের গান

আল কুরআনের আহবানে হেরার পথে এসে
জীবন দেবার স্বপ্ন ছিল দ্বীনকে ভালবেসে
আমাকে দাও সে আবেগ
দাও সে ঈমান
প্রভু হে রহীম রহমান

কোনো এক শহীদ আমার সুনীল আকাশ জুড়ে
হাজার তারার জ্বালতো প্রদীপ স্মৃতির ব্যাথা জুড়ে
সে দিন যেমন পেরিয়ে গেছি সকল বাধা গুলো
সকাল সাঝে থাকতো লেগে পায়ে পথের ধুলো
সে দিন গুলো মুখর ছিল, মধুর ছিল
সতেজ ও দ্বীপ্ত ছিল প্রান
আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান
যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে
গায় জীবনের গান

আশা করি আপনারা  লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন