ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ রমজানের ঐ সওগাত - লিরিক্স

এখানে আপনাদের জন্য “ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ রমজানের ঐ সওগাত” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ রমজানের ঐ সওগাত - লিরিক্স

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ রমজানের ঐ সওগাত - ইসলামী সঙ্গীত লিরিক্স

রমজানের ঐ সওগাত
রমজানের ওই সওগাত লয়ে
হাসে দূরে আল- হেলাল
জানো কি জানো
বেহেশ্তি বেলাল
ওযে………
এই সুযোগে দিলের সকল
গ্লানি মুছে নাও
জীবনটাকে খোদার রাহের
রাহী করে নাও
জঠর জ্বালায় বুঝে নাও হে
গরীবের মেলাল।।
নেহি আনিল মুনকারের কাজ
এবার শুরু হোক
মাহে রমজান গড়তে এলো
ঐ কাজেরই লোক
তাগুত যেন হয়ে পড়ে
বেচায়েন বেহাল।।
আমর বিল মা’রুফের রাহ
সিয়াম দিল খুলে
সত্য ন্যায়ের সুদীপ্ত দিন
আসুক দুলে দুলে
ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে
হাসুনাত খেছাল।।
মিথ্যা বাতিল ভীরুতার বাঁধ
দৃপ্ত পায়ে দলো
আসছে যেদিন আল- কোরানের
আলোয় ঝল-মল
খোদার মদদ ফতহে মুবীন
আয়, ইনসানে কামাল।।

আশা করি আপনারা  লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন