এখানে আপনাদের জন্য “আমি অপার হয়ে বসে আছি” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
আমি অপার হয়ে বসে আছি - ইসলামী সঙ্গীত লিরিক্স
আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়।।
পারে লয়ে যাও আমায়।।
আমি একা রইলাম ঘাটে,
ভানু সে বসিল পাটে
আমি তোমা বিনা ঘোর সংকটে
না দেখি উপায়।।
নাইকো আমার ভজন সাধন,
চিরদিন কুপথে গমন,
আমি নাম শুনেছি পতিত-পাবন
তাইতে দোহাই দেই তোমায়।।
অগতির না দিলে গতি,
ওই নামে রবে অখ্যাতি,
লালন কয় অকূলের পতি,
কে বলবে তোমায়।।
ওহে দয়াময়।।
পারে লয়ে যাও আমায়।।
আমি একা রইলাম ঘাটে,
ভানু সে বসিল পাটে
আমি তোমা বিনা ঘোর সংকটে
না দেখি উপায়।।
নাইকো আমার ভজন সাধন,
চিরদিন কুপথে গমন,
আমি নাম শুনেছি পতিত-পাবন
তাইতে দোহাই দেই তোমায়।।
অগতির না দিলে গতি,
ওই নামে রবে অখ্যাতি,
লালন কয় অকূলের পতি,
কে বলবে তোমায়।।
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স