এখানে আপনাদের জন্য “ঐ পাহাড় আর গাছ গাছালী” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
ঐ পাহাড় আর গাছ গাছালী - ইসলামী সঙ্গীত লিরিক্স
ঐ পাহাড় আর গাছ গাছালী নীল ঝর্ণার গান
জানিগো প্রভু জানি যে শুধু সকলই তোমার দান।
ঐ আকাশ এই যে বাতাস
ইতোমার নামে তাসবিহ আঁকে
এ নদী ঐ যে সাগর
কলতানে তোমায় ডাকে
প্রকৃতির সুরে সুরে তোমারই নাম তোমার গান।।
আকাশের মিষ্টি গানে
বৃষ্টি নামে তোমার দানে
ধরণী ফুলে ফুলে সুশোভিত
তোমার দানে
সুরুজ আর চন্দ্র তারা নিত্য ছড়ায় আলোর বান।।
-আব্দুল হালিম চৌধুরী-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স