এখানে আপনাদের জন্য “শোন মুজাহিদ” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
শোন মুজাহিদ - ইসলামী সঙ্গীত লিরিক্স
শোন মুজাহিদ
শোন মুজাহিদ! শোন জেহাদের
ঝান্ডা যেন রয় উঁচা,
ও তোর- জান যায় যাক, দ্বীন ঈমানে
ঝান্ডা যেন রয় উঁচা।।
জানের বদল পাবিরে তুই
চিরকালের জান্নাত ভুঁই,
খোদার নামে কসম নে ফের
ঝান্ডা যেন রয় উঁচা।।
কি লাভ করে বে- ঈমানী
মিথ্যাকে চল আঘাত হানি,
শোন হুঁশিয়ার;-নবীর পথের
ঝান্ডা যেন রয় উঁচা।।
বে-ঈমানী করার কুফল
জিন্দেগানী হবে বিফল,
পাবি সুফল, দুই জাহানের
ঝান্ডা যেন রয় উঁচা।।
-ফররুখ আহমেদ-
৮২) বল বজ্র কঠোর স্বরে নারায়ে তাকবীর
বল- বজ্র কঠোর স্বরে আবার
নারায়ে তাকবীরঃ
পাও- সাচ্চা দ্বীনের জ্বেহাদে ফের
রৌশন তকদির।।
বল- ইবাদাতের যোগ্য যিনি
অংশীবিহীন আল্লাহ তিনি,
আল্লাহ ছাড়া কারো কাছে
নোয়াইনা তো শির।।
বল- আমরা শুধু আল্লাহ পাকের
দরবারে হই নত,
গুঁড়িয়ে চলি বাতিল মতের
পন্থা অবিরত।।
মোরা- দ্বীন ঈমানে অচঞ্চল
সত্য পথের যাত্রিদল,
চলব পিষে মিথ্যা পাপের
জিন্দান, জিঞ্জির।।
শোন মুজাহিদ! শোন জেহাদের
ঝান্ডা যেন রয় উঁচা,
ও তোর- জান যায় যাক, দ্বীন ঈমানে
ঝান্ডা যেন রয় উঁচা।।
জানের বদল পাবিরে তুই
চিরকালের জান্নাত ভুঁই,
খোদার নামে কসম নে ফের
ঝান্ডা যেন রয় উঁচা।।
কি লাভ করে বে- ঈমানী
মিথ্যাকে চল আঘাত হানি,
শোন হুঁশিয়ার;-নবীর পথের
ঝান্ডা যেন রয় উঁচা।।
বে-ঈমানী করার কুফল
জিন্দেগানী হবে বিফল,
পাবি সুফল, দুই জাহানের
ঝান্ডা যেন রয় উঁচা।।
-ফররুখ আহমেদ-
৮২) বল বজ্র কঠোর স্বরে নারায়ে তাকবীর
বল- বজ্র কঠোর স্বরে আবার
নারায়ে তাকবীরঃ
পাও- সাচ্চা দ্বীনের জ্বেহাদে ফের
রৌশন তকদির।।
বল- ইবাদাতের যোগ্য যিনি
অংশীবিহীন আল্লাহ তিনি,
আল্লাহ ছাড়া কারো কাছে
নোয়াইনা তো শির।।
বল- আমরা শুধু আল্লাহ পাকের
দরবারে হই নত,
গুঁড়িয়ে চলি বাতিল মতের
পন্থা অবিরত।।
মোরা- দ্বীন ঈমানে অচঞ্চল
সত্য পথের যাত্রিদল,
চলব পিষে মিথ্যা পাপের
জিন্দান, জিঞ্জির।।
-ফররুখ আহমেদ-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স