এখানে আপনাদের জন্য “আজ আমিনা মায়ের কোলে” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
আজ আমিনা মায়ের কোলে - ইসলামী সঙ্গীত লিরিক্স
আজ আমিনা মায়ের কোলে কে এল, কে এল
আসমান আর জমীন বলে, “সে এল, সে এল।।”
প্রতীক্ষিত তার পথে আজ
ঝর্ণা তোলে চলার আওয়াজ,
ভোরের আলো বাতাস বলে “ সে এল, সে এল।”
আজকে শিশু কন্যারা কয়,
“এতদিনে হ’ল সময়,
বাঁচার দাবী নিয়ে ধরায় সে এল, সে এল।।”
শৃঙ্খলিত গোলাম জানায়
“এল সময় বন্দী খানায়
মুক্তি সনদ নিয়ে ধরায় সে ল, সে এল।।”
উৎপীড়িত কয় নারী নর,
“এত দিনে এল খবর
ইসসাফ হক নিয়ে ধরায় সে এল, সে এল।।”
যাত্রি বলে সত্য পথের,
“কালাম নিয়ে এক মাবুদের
নিয়ে খতমে নবুয়ত এ ধরায় সে এল, সে এল।।”
-ফররুখ আহমেদ-
আসমান আর জমীন বলে, “সে এল, সে এল।।”
প্রতীক্ষিত তার পথে আজ
ঝর্ণা তোলে চলার আওয়াজ,
ভোরের আলো বাতাস বলে “ সে এল, সে এল।”
আজকে শিশু কন্যারা কয়,
“এতদিনে হ’ল সময়,
বাঁচার দাবী নিয়ে ধরায় সে এল, সে এল।।”
শৃঙ্খলিত গোলাম জানায়
“এল সময় বন্দী খানায়
মুক্তি সনদ নিয়ে ধরায় সে ল, সে এল।।”
উৎপীড়িত কয় নারী নর,
“এত দিনে এল খবর
ইসসাফ হক নিয়ে ধরায় সে এল, সে এল।।”
যাত্রি বলে সত্য পথের,
“কালাম নিয়ে এক মাবুদের
নিয়ে খতমে নবুয়ত এ ধরায় সে এল, সে এল।।”
-ফররুখ আহমেদ-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স