বিকেলের সৈকতেঃ কাফনের কাপড়টাকে - লিরিক্স

এখানে আপনাদের জন্য “বিকেলের সৈকতেঃ কাফনের কাপড়টাকে” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।

বিকেলের সৈকতেঃ কাফনের কাপড়টাকে - লিরিক্স

বিকেলের সৈকতেঃ কাফনের কাপড়টাকে - ইসলামী সঙ্গীত লিরিক্স

কাফনের কাপড়টাকে
গায়ে জড়াবার আগে
ইহরাম গায়ে বাঁধার সুযোগ করে দিও
মরণের আগে একবার কাবার ধারে নিও
আল্লাহ...
বেশি কিছু চাইনি আমি
চেয়েছি কাবার ধারে
ঝরাব নয়নঢালা পানি
মনের ঘরে যুগে যুগে
জমে থাকা পাপের সারি
মুছে নিব মনের যত গ্লানি
এটুকু চাওয়া তুমি দাও না পূরণ করে
এ সুযোগ একটু লিখে দিও
মরনের আগে একবার কাবার ধারে নিও।
সে পথে ঘুরব আমি
যে পথে যেতেন হেঁটে
প্রিয় নবি নবির সাহাবিরা
সাফা ও মারওয়াতে যে পথে মা হাজেরা
খুঁজেছিল একটু পানির ধারা
সে পথে হাঁটতে চাওয়া নয়তো অপরাধই
এ আমার প্রাণের আকুতিও
মরনের আগে একবার কাবার ধারে নিও।

কথা ও সুর : আবুল আলা মাসুম

আশা করি আপনারা  লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন