এখানে আপনাদের জন্য “ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ মুসলিম আমি সংগ্রামী আমি” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ মুসলিম আমি সংগ্রামী আমি - ইসলামী সঙ্গীত লিরিক্স
মুসলিম আমি সংগ্রামী আমি
আমি চির রণবীর
আল্লাহকে ছাড়া কাউকে মানিনা
নারায়ে তাকবীর
নারায়ে তাকবীর।।
বিপ্লবী আমি চির সৈনিক
চির দুর্জয় চির নির্ভীক
আলকোরানের শমশির আমি
কুটি কুটি করি রাতের ভীড়
নারায়ে তাকবীর।।
কে সে কহে আমি ভেসে গেছি আজ মিথ্যার সয়লাবে
শক্তি আমার দেখিও আবার বাজবে দামামা যবে
আল্লার আমি শক্তি অসীম
আলী হায়দার ইবনে কাশিম
সারা দুনিয়ার সরদার আমি
চির উন্নত উচ্চ শির
নারায়ে তাকবীর।।
মুসলিম জাগে কারবালা শেষে কঠিন শপথ করে
লাখো শহীদের কলিজার দামে নতুন পৃথিবী গড়ে
সেই মুসলিম চির উদ্দাম
তাইতো বজ্র শপথ নিলাম
আল্লাহর রাজ গড়বো এবার
চির শান্তির সুখের নীড়
নারায়ে তাকবীর।।
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স