এখানে আপনাদের জন্য “মাটির মানুষ মাঠের মানুষ” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
মাটির মানুষ মাঠের মানুষ - ইসলামী সঙ্গীত লিরিক্স
মাটির মানুষ মাঠের মানুষ
ঘাটের মানুষ আর
এই জামাতে সবার সাথে
সমান দাবীদার।।
লাঙ্গল নিয়ে মাঠে যারা
জিন্দেগানী কাটায় তারা
সুখের ফসল দিয়ে কেবল
পায় যে দুঃখ ভার।।
যারা পথের মজুর হয়ে
পরের বোঝা বেড়ায় বয়ে
হাজার ব্যথার আগুন সয়ে
পায়না খুঁজে পার।
ঘরের বাঁধন না মেনে হায়
ভাসায় তরী নীল দরিয়ায়
জোয়ার ভাটায় শেষ হয়ে যায়
যাদের সমাচার।
-ফররুখ আহমেদ-
ঘাটের মানুষ আর
এই জামাতে সবার সাথে
সমান দাবীদার।।
লাঙ্গল নিয়ে মাঠে যারা
জিন্দেগানী কাটায় তারা
সুখের ফসল দিয়ে কেবল
পায় যে দুঃখ ভার।।
যারা পথের মজুর হয়ে
পরের বোঝা বেড়ায় বয়ে
হাজার ব্যথার আগুন সয়ে
পায়না খুঁজে পার।
ঘরের বাঁধন না মেনে হায়
ভাসায় তরী নীল দরিয়ায়
জোয়ার ভাটায় শেষ হয়ে যায়
যাদের সমাচার।
-ফররুখ আহমেদ-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স