লোড শেডিং মানে কি?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “লোড শেডিং মানে কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
লোড শেডিং মানে কি?
লোড শেডিং (Load shedding) মানে কিছু সময় বা তার অধিক সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়া। এটা আমাদের সভ্য জীবনে বিরক্তিকর। লোডশেডিং এর সময় আমরা খুব অস্বস্তিবোধ করি।
কারণ, এ সময়ে বৈদ্যুতিক পাখা, ফ্রিজ, এয়ারকুলার ইত্যাদি চলে না। রাতে লোডশেডিং-এর ফলে সমস্ত পরিবেশ ভীষণ অন্ধকার হয়ে যায়। এ সময়ে চোর এবং পকেটমাররা রাস্তায় ঘুর ঘুর করে। তাই লোডশেডিং-এর সময় রাস্তায় লোকজনের চলাচল নিরাপদ নয়। লোডশেডিং পড়াশুনায় সমস্যা হয়। লোডশেডিং দিনে দুই বা ততোধিক বার হয়। এটা কমপক্ষে ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত হয়। লোডশেডিং সবসময় জাতীয় অর্থনীতির অনেক ক্ষতি করে। এটা শিল্প উৎপাদন ব্যাহত করে। এ সময় অনেক উৎপাদনক্ষম মেশিন এবং কলকারখানা চলে না। তাই লোডশেডিং নিয়ন্ত্রণের জন্য সরকারের পদক্ষেপ নেয়া প্রয়োজন।
আশা করি “লোড শেডিং মানে কি?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"