এখানে আপনাদের জন্য “মইরা গেলে ফিরে আসে না ও মন জানোনা” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
মইরা গেলে ফিরে আসে না ও মন জানোনা - ইসলামী সঙ্গীত লিরিক্স
মইরা গেলে ফিইরা আসে না
ও মন জানোনা
মইরা গেলে ফিইরা আসে না
মাটির কাঁচা ভাইঙ্গা যেই দিন উইড়া যাইবে পাখি
পইরা রইবে দেহ আমার দেখবে সবার আখি
চার পা ওয়ালা চৌকি দিয়া
যাইবে আমার লাশটা নিয়ে
সাড়ে তিন হাত ঘুরবে কবর তারই খবর রাখলাম না
ও মন জানোনা
মইরা গেলে ফিরে আসে না
ও মন জানোনা
মইরা গেলে ফিরে আসে না
মইরা গেলে ফিরে আসে না
সারা জনম শুধু ঘুষ খাইয়া গড়ছো নতুন বাড়ি
সুদের টাকায় ঘোষের টাকাও কিনছো তুমি গাড়ি
কি আর হবে গাড়ি দিয়া
কি আর হবে বাড়ি দিয়া
সবকিছুই তো রবে পরে সঙ্গে কিছুই যাবে না
ও মন জানোনা
মইরা গেলে ফিরে আসে না
ও মন জানোনা
মইরা গেলে ফিরে আসে না
মইরা গেলে ফিরে আসে না
এই দুনিয়ার মায়ায় পইরা ভুইলা গেছো সবি
রক্তে মাংসে গড়া খাঁচা দিয়েছেন তো রব-ই
রবে র হুকুম পালন করো
কোরআন হাদিস আঁকড়ে ধরো
প্রভুর কাছে ফিরা যাইবা
আর তো ফিরে আইবা না
ও মন জানোনা
মইরা গেলে ফিরে আসে না
ও মন জানোনা
মইরা গেলে ফিরে আসে না
মইরা গেলে ফিরে আসে না।
পাঠক বৃন্দ শব্দ রিলিজ হওয়া কলরবের জনপ্রিয় গজল এর লিরিক্স আপনাদের জন্য লেখা হয়েছে।
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স