এখানে আপনাদের জন্য “আমার ইচ্ছে করে ঐ আকাশের নীল হতে” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
আমার ইচ্ছে করে ঐ আকাশের নীল হতে - ইসলামী সঙ্গীত লিরিক্স
আমার ইচ্ছে করে ঐ আকাশের নীল হতে,
মেঘের ভেলা হয়ে পাহাড় চুড়া ছুয়ে বৃষ্টি কণা হয়ে ঝরতে।
আমার ইচ্ছে করে সবুজের রূপ ধরে
হারিয়ে যেতে পাতায় পাতায়,
হলদে শাড়ি পরে কদম ফুলের পরে
বর্ষায় রূপেরও মাধুরী ছড়াই ॥
কৃষ্ণচুড়ার বুকে বিলীন করে নিজেকে
ইচ্ছে করে ফাগুনের ফুল হয়ে ফুটতে।
আমার ইচ্ছে করে শান্ত জলাধারে
শাপলা-শালুক হয়ে ভেসে যাই,
সাদা কাশফুল হয়ে শুভ্রতা বুকে নিয়ে
কূলজুড়ে নদীরই শোভা বাড়াই ॥
স্রোতের ভেলায় ভেসে গ্রামের ঐ কোল ঘেষে
ইচ্ছে করে সাগরের মোহনায় মিলতে।
আমার চাওয়া যত সব কিছু মহান প্রভূর করুণা
তার করুণা পেলে আমি আর কিছুই চাইনা।
মেঘের ভেলা হয়ে পাহাড় চুড়া ছুয়ে বৃষ্টি কণা হয়ে ঝরতে।
আমার ইচ্ছে করে সবুজের রূপ ধরে
হারিয়ে যেতে পাতায় পাতায়,
হলদে শাড়ি পরে কদম ফুলের পরে
বর্ষায় রূপেরও মাধুরী ছড়াই ॥
কৃষ্ণচুড়ার বুকে বিলীন করে নিজেকে
ইচ্ছে করে ফাগুনের ফুল হয়ে ফুটতে।
আমার ইচ্ছে করে শান্ত জলাধারে
শাপলা-শালুক হয়ে ভেসে যাই,
সাদা কাশফুল হয়ে শুভ্রতা বুকে নিয়ে
কূলজুড়ে নদীরই শোভা বাড়াই ॥
স্রোতের ভেলায় ভেসে গ্রামের ঐ কোল ঘেষে
ইচ্ছে করে সাগরের মোহনায় মিলতে।
আমার চাওয়া যত সব কিছু মহান প্রভূর করুণা
তার করুণা পেলে আমি আর কিছুই চাইনা।
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স