এখানে আপনাদের জন্য “তুমি রহমান তুমি মেহেরবান” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
তুমি রহমান তুমি মেহেরবান - ইসলামী সঙ্গীত লিরিক্স
তুমি রহমান তুমি মেহেরবান
অন্ধ গাহেনা শুধু তোমারই জয়গান
বুঝেও বুঝেনা তব শান।।
জনম জনম যদি গাহি
তোমারি মহিমা গাওয়া
শেষ হবে নাহি
ভরেও ভরে না যেন সাহারা এ প্রান।।
অশেষ অসীম অনুপম
হৃদয় সুষমা তুমি
তুমি প্রিয়তম
প্রেমের আকাশে তুমি চির মহীয়ান।।
তোমারই করুনা ঘেরা সারা দুনিয়া
সে কথা ভাবেনা শুধু বধির হিয়া
কখনো তোমারে যদি ভুলি
হেদায়েতের আলো জ্বেলে
নিও কাছে তুলি
ঠাঁই দিও প্রিয়তম ওগো দয়াবান।।
-তোফাজ্জল হোসাইন খান-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স