এখানে আপনাদের জন্য “মরুর হাওয়া জানায় এসে” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
মরুর হাওয়া জানায় এসে - ইসলামী সঙ্গীত লিরিক্স
মরুর হাওয়া জানায় এসে, ‘ঈদে মিলাদুন্নবী”
কুল মখলুক বলে হেসে, “ঈদে মীলাদুন্নবী”।
গুলশানে ফুল ওঠে ফুটে খোশবু নিয়ে জান্নাতের
বুলবুলি গায় কানন ঘেঁষে “ঈদে মিলাদুন্নবী”।
বন্দী যারা জিন্দানে ভাই, জাগ্লো ভোরের গান গেয়ে
বার্তা গেলো সুদুর দেশে, “ঈদে মীলাদুন্নবী।।“
নওশেরোয়াঁর ভাংলো মহল নিভলো আগুন জ্বলন্ত
দেখলো রবি রাত্রি শেষে “ ঈদে মীলাদুন্নবী”।।
আজ কাফেলার কন্ঠে নতুন সুর ওঠে যে তৌহিদী,
প্রতীক্ষিত এল যে সে “ ঈদে মিলাদুন্নবী”।।
-ফররুখ আহমেদ-
কুল মখলুক বলে হেসে, “ঈদে মীলাদুন্নবী”।
গুলশানে ফুল ওঠে ফুটে খোশবু নিয়ে জান্নাতের
বুলবুলি গায় কানন ঘেঁষে “ঈদে মিলাদুন্নবী”।
বন্দী যারা জিন্দানে ভাই, জাগ্লো ভোরের গান গেয়ে
বার্তা গেলো সুদুর দেশে, “ঈদে মীলাদুন্নবী।।“
নওশেরোয়াঁর ভাংলো মহল নিভলো আগুন জ্বলন্ত
দেখলো রবি রাত্রি শেষে “ ঈদে মীলাদুন্নবী”।।
আজ কাফেলার কন্ঠে নতুন সুর ওঠে যে তৌহিদী,
প্রতীক্ষিত এল যে সে “ ঈদে মিলাদুন্নবী”।।
-ফররুখ আহমেদ-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স