এখানে আপনাদের জন্য “আহলান সাহলান মারহাবান ইয়া রামাদ্বান” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
আহলান সাহলান মারহাবান ইয়া রামাদ্বান - ইসলামী সঙ্গীত লিরিক্স
দিকে দিকে আজ দেখো খুশীর দোলা
আনন্দে নেঁচে উঠে এই প্রাণ
রহমত নাজাতের বাণী নিয়ে
এলোরে এলো রমজান
আহলান সাহলান মারহাবান ইয়া রামাদ্বান ।।
রোযা রাখো ওহে মূমিন
সিজদায় হওরে নত
রোযার মাসে প্রভুর রহম
ঝরে হেতা অবিরত
জান্নাতেরই দোয়ার খুলে
ডাকছে তোমায় রহমান
আহলান সাহলান মারহাবান ইয়া রামাদান ।।
অসীম অপার নিয়ামতের
জন্যে কাঁদো গো সবে
আল-কোরানের রঙে রাঙাও জীবন
পরপারে মুক্তি পাবে
মাগফেরাতের এইতো সময়
শুন রোযার আহবান
আহলান সাহলান মারহাবান ইয়া রামাদান ।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স