এখানে আপনাদের জন্য “ওরে গাফিল করিসনে তুই” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
ওরে গাফিল করিসনে তুই - ইসলামী সঙ্গীত লিরিক্স
ওরে গাফিল করিসনে তুই
নামাজে আর শিথিলতা,
নবীর অনুগামী মনে
রাখিস নবীর শেষ বারতা।।
“নামাজে ঠিক রও হুঁশিয়ার”
বলেন রাসুল।– হাবীব খোদার,
বিদায় বেলায় দেন জানিয়ে
নূর নবী তাঁর এ শেষ কথা।।
হারাম নেশায় মত্ত থেকে
কি ফল পাবি পাপের পথে,
প্রথম, হিসাব এই নামাজের
হবে রে ভাই কেয়ামতে।
জাহান্নামে লাভ কিছু নাই,
রহমতেরি পন্থা নে ভাই,
পাবি খোদার করুনা আর
অন্তবিহীন প্রেম মমতা।।
নামাজে আর শিথিলতা,
নবীর অনুগামী মনে
রাখিস নবীর শেষ বারতা।।
“নামাজে ঠিক রও হুঁশিয়ার”
বলেন রাসুল।– হাবীব খোদার,
বিদায় বেলায় দেন জানিয়ে
নূর নবী তাঁর এ শেষ কথা।।
হারাম নেশায় মত্ত থেকে
কি ফল পাবি পাপের পথে,
প্রথম, হিসাব এই নামাজের
হবে রে ভাই কেয়ামতে।
জাহান্নামে লাভ কিছু নাই,
রহমতেরি পন্থা নে ভাই,
পাবি খোদার করুনা আর
অন্তবিহীন প্রেম মমতা।।
-ফররুখ আহমেদ-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স