এখানে আপনাদের জন্য “যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে - ইসলামী সঙ্গীত লিরিক্স
যারা আল্লাহর পথে চলে,আল্লাহর কথা বলে
আল্লাহকে ভালবেসে সঁপেছে জীবন।
তাদের কিসের ভয় কে করে পরাজয়
শহিদী তামান্নাতে নাচে তার মন।
হাসনাহেনার গানে ভুলেনা হৃদয় তার
কালেমার মেশক মাখা হৃদয় রয়েছে যার
সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে
সেতো তার ঈমান বলে।
লালসার কাছে কভু হয়না সে পরাজয়,
জীবন বিলিয়ে সেতো জান্নাত করে ক্রয়
মৃত্যুর মুখোমুখি দাড়িয়েও যারা সুখী
এসো আজ তাদের দলে
যারা আল্লাহর পথে চলে,আল্লাহর কথা বলে
আল্লাহকে ভালবেসে সঁপেছে জীবন।
তাদের কিসের ভয় কে করে পরাজয়
শহিদী তামান্নাতে নাচে তার মন।
হাসনাহেনার গানে ভুলেনা হৃদয় তার
কালেমার মেশক মাখা হৃদয় রয়েছে যার
সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে
সেতো তার ঈমান বলে।
লালসার কাছে কভু হয়না সে পরাজয়,
জীবন বিলিয়ে সেতো জান্নাত করে ক্রয়
মৃত্যুর মুখোমুখি দাড়িয়েও যারা সুখী
এসো আজ তাদের দলে
যারা আল্লাহর পথে চলে,আল্লাহর কথা বলে
আল্লাহকে ভাভালবেসে সঁপেছে জীবন।
তাদের কিসের ভয় কে করে পরাজয়
শহিদী তামান্নাতে নাচে তার মন।
তাদের কিসের ভয় কে করে পরাজয়
শহিদী তামান্নাতে নাচে তার মন।
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স