এক ভোল্ট কাকে বলে? ভোল্টেজ ও রেজিস্ট্যান্সের মধ্যে পার্থক্য কি?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “এক ভোল্ট কাকে বলে? ভোল্টেজ ও রেজিস্ট্যান্সের মধ্যে পার্থক্য কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
এক ভোল্ট কাকে বলে?
বিভব পার্থক্যের ব্যবহারিক একক ভোল্ট। কোনো পরিবাহীর দুই বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্যের জন্য এক কুলম্ব চার্জ চালিত করতে এক জুল কাজ করতে হয়, তাকে এক ভোল্ট বলে। একে সংক্ষেপে V দ্বারা সূচিত করা হয়।
ভোল্টেজ ও রেজিস্ট্যান্সের মধ্যে পার্থক্য কি?
ভোল্টেজ ও রেজিস্ট্যান্সের মধ্যের পার্থক্য নিচের ছকে দেওয়া হলো-
ভোল্টেজ
১. ভোল্টেজ হচ্ছে বৈদ্যুতিক চাপ।
২. ভোল্টেজ এর প্রতীক হলো V।
৩. এর একক (Volt) ভোল্ট।
৪. ভোল্টেজ পরিমাপের যন্ত্রের নাম ভোল্ট মিটার (Voltmeter)।
রেজিস্ট্যান্স
১. পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রনের প্রবাহের বাধাকে রেজিস্ট্যান্স বলে।
২. রেজিস্ট্যান্সের প্রতীক R বা r।
৩. এর একক ওহম (Ω)।
৪. রেজিস্ট্যান্সের পরিমাপের যন্ত্রের নাম ওহম মিটার (Ohm meter)।