এখানে আপনাদের জন্য “তোমার নামের তসবীহ খোদা” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
তোমার নামের তসবীহ খোদা - ইসলামী সঙ্গীত লিরিক্স
তোমার নামের তসবীহ খোদা
লুকিয়ে যেন রাখি।
সংগোপনে মনে মনে
তোমায় যেন ডাকি।।
মস্তানা সে নেশার ঝোঁকে
নীরব উদাস দুঃখ শোকে
আমি যেন সবার চোখে
পাপী হয়ে থাকি।।
সবাই আমায় করুক ঘৃনা
চাইনা ফুলের মালা
তোমার নামের আবে হায়াত
মিটাক প্রানের জ্বালা।।
মাটির খেলা সাঙ্গ হলে
তখন যেন যায়গো চলে
আল্লাহু আল্লাহু বলে
আমার পরান পাখী।।
-আজীজুর রহমান-
লুকিয়ে যেন রাখি।
সংগোপনে মনে মনে
তোমায় যেন ডাকি।।
মস্তানা সে নেশার ঝোঁকে
নীরব উদাস দুঃখ শোকে
আমি যেন সবার চোখে
পাপী হয়ে থাকি।।
সবাই আমায় করুক ঘৃনা
চাইনা ফুলের মালা
তোমার নামের আবে হায়াত
মিটাক প্রানের জ্বালা।।
মাটির খেলা সাঙ্গ হলে
তখন যেন যায়গো চলে
আল্লাহু আল্লাহু বলে
আমার পরান পাখী।।
-আজীজুর রহমান-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স