এখানে আপনাদের জন্য “ও পাখি তুই কোথায় গেলি উড়ে” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
ও পাখি তুই কোথায় গেলি উড়ে - ইসলামী সঙ্গীত লিরিক্স
ও পাখি তুই কোথায় গেলি উড়ে,
তোরি মাতম সারা বাগান জুড়ে।
নেই বলে তুই-
পাতায় পাতায় বাতাসে দোল খায় না,
শাখায় শাখায় সুরের সুধা পাইনা।
তোর বিরহে কথামালা অঙ্কুরে যায় পুড়ে।
তোর বিরহে-
তন্ত্রী বিনায় ঢেউ খেলে না ধ্বনী,
কেইকো ফুলে অলীর গুঞ্জরণী।
আয় না ফিরে সুরের খাঁচায় রাখবো এবার মুড়ে।
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স