এখানে আপনাদের জন্য “ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ আয় কে যাবি” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ আয় কে যাবি - ইসলামী সঙ্গীত লিরিক্স
আয় কে যাবি সঙ্গে আমার
নবীর দেশে আয়
যেথা মরুর ধুলো মুক্ত হলো
লেগে নবীর পায়
সেথায় গিয়ে প্রশ্ন আমি
করবো জনে জনে
পথে চলতে আনমনে
পথে চলতে আনমনে
কোন দিকে ভাই হেরার পাহাড়
বলে দাও আমায়
একা একা খুঁজবো আমি
বদর দিকে দিকে
হাজার খুশী নিয়ে বুকে
হাজার খুশী নিয়ে বুকে
হাজার খুশী নিয়ে বুকে
মুক্তির দীক্ষা নেব সেথায়
গভীর পিপাসায়………
নবীর দেশে আয়
যেথা মরুর ধুলো মুক্ত হলো
লেগে নবীর পায়
সেথায় গিয়ে প্রশ্ন আমি
করবো জনে জনে
পথে চলতে আনমনে
পথে চলতে আনমনে
কোন দিকে ভাই হেরার পাহাড়
বলে দাও আমায়
একা একা খুঁজবো আমি
বদর দিকে দিকে
হাজার খুশী নিয়ে বুকে
হাজার খুশী নিয়ে বুকে
হাজার খুশী নিয়ে বুকে
মুক্তির দীক্ষা নেব সেথায়
গভীর পিপাসায়………
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স