এখানে আপনাদের জন্য “আমাদের বুকে জ্বলে কোরানের নুর” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
আমাদের বুকে জ্বলে কোরানের নুর - ইসলামী সঙ্গীত লিরিক্স
আমাদের বুকে জ্বলে কোরানের নুর
আমাদের বুকে বাজে কোরানের সুর।
মেনে নেবো না- না না নেবো না,
আল কোরানের অবমাননা-
হোক না এই পথ যত বেদনা বিধুর।
আমাদের দুচোখে স্বপ্ন ভাসে
গড়বো সমাজ কোরানের,
যায় যদি চলে যাক জীবন আমার
ভয় করিনা মরনের।
এ পথের বাঁকে বাঁকে আসলে বাঁধা
ভয় পেয়ে থেমে যাবো না।
ওমরের পথ ধরে মতিন সেলিম
চলে গেছে প্রিয় রশিদুল,
শীষ মোহাম্মদ শাহাবুদ্দীন
ওরা হলো জান্নাতী ফুল।
আকাশের সুর্যটা হয়ে যাবে ম্লান
কোরানের বানী অম্লান,
জেগেছে এখানে শত কোটই বীর
শত্রুরা হও সাবধান।
খোলাফায়ে রাশেদার সোনালী পথে
আমাদের পদচারনা।
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স