নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় : গতি- বিস্তারিত

নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় : গতি:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় : গতি বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় : গতি

তাৎক্ষণিক দ্রুতি কী?

উত্তরঃ সময়ের ব্যবধান খুব কম হলে গতিশীল কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের হারই তাৎক্ষণিক দ্রুতি।


সুষম ত্বরণ কাকে বলে?

উত্তরঃ কোন বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে একই হারে বাড়তে থাকে তাহলে ঐ বেগ বৃদ্ধির হার বা ত্বরণকে সুষম ত্বরণ বা সমত্বরণ বলে।


অসম ত্বরণ কাকে বলে?

উত্তরঃ কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সমান না থাকে তাহলে সেই ত্বরণকে অসম ত্বরণ বলে।


আপেক্ষিক বেগ কাকে বলে?

উত্তরঃ দুইটি গতিশীল বস্তুকণার প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টির সরণের পরিবর্তনের হারকে প্রথম বস্তুকণার সাপেক্ষে দ্বিতীয় বস্তুকণার আপেক্ষিক বেগ বলে।

মনে করি, A ও B দুইটি গতিশীল বস্তুকণা। A বস্তুকণা হতে B বস্তুকণাকে পর্যবেক্ষণ করলে যে বেগ পরিলক্ষিত হয় তা হবে A বস্তুকণার সাপেক্ষে B বস্তুকণার আপেক্ষিক বেগ।

গতির সমীকরণ কাকে বলে?

উত্তরঃ যে সমীকরণের সাহায্যে কোনো গতিশীল বস্তুর গতিসংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান করা যায় তাকে গতির সমীকরণ বলে। গতির সমীকরণ চারটি।


সরল ছন্দিত গতি কাকে বলে?

উত্তরঃ স্পন্দনরত কোনো বস্তুকণার গতি যদি এমন হয় যে, এর যেকোনো মুহূর্তের ত্বরণ, সাম্যবস্থান হতে সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী হয়, তবে ঐ বস্তুকণার গতিকে সরল ছন্দিত গতি বলে।


সরল ছন্দিত গতির বৈশিষ্ট্য কি কি?

উত্তরঃ সরল ছন্দিত গতির বৈশিষ্ট্যগুলো হচ্ছে–

১. এটি একটি পর্যাবৃত্ত গতি;

২. এটি একটি সরল রৈখিক গতি;

৩. বস্তুর ত্বরণ সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী;

৪. ত্বরণ সর্বদা সাম্যাবস্থান অভিমুখী।


সুষম বেগে গতিশীল বস্তুর ত্বরণ ব্যাখ্যা কর।

উত্তরঃ সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হার হলো ত্বরণ। বস্তু যখন সুষম বেগে চলে তখন সময়ের সাথে বেগের পরিবর্তন শূন্য হয়। বেগের পরিবর্তন শূন্য হওয়ায় সুষম বেগে গতিশীল বস্তুর ত্বরণ থাকে না।


আশা করি নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় : গতিএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন