এখানে আপনাদের জন্য “তোমার মত দরদী” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
তোমার মত দরদী - ইসলামী সঙ্গীত লিরিক্স
তোমার মত দরদী আর দয়াল, দাতা নাই মাবুদ
সবাই সখন দেয় সরিয়ে দাও যে তুমি ঠাঁই মাবুদ।।
কালের ধারায় সবই হারায়, একলা তুমি অচঞ্চল,
দাও করুণা, বিলাও দয়া;- তোমায় ডাকি তাই মাবুদ।।
রঙ ধনু রঙ ঝিলিমিলি,- এই দুনিয়া বঞ্চনার;
সব ছেড়ে তাই তোমার পথে, তোমার দিকে যাই মাবুদ।।
ভুল করেছি অনেক আমি, রঙ্গিন মোহে জিন্দেগীর
বিক্ষত আজ,- তোমার ক্ষমা, তোমার দয়া চাই মাবুদ।।
এই দুনিয়ায় দিন ফুরালে আখেরাতে অন্তহীন
তোমার রেজামন্দী,- খোদা! যেন আমি পাই মাবুদ।।
সবাই সখন দেয় সরিয়ে দাও যে তুমি ঠাঁই মাবুদ।।
কালের ধারায় সবই হারায়, একলা তুমি অচঞ্চল,
দাও করুণা, বিলাও দয়া;- তোমায় ডাকি তাই মাবুদ।।
রঙ ধনু রঙ ঝিলিমিলি,- এই দুনিয়া বঞ্চনার;
সব ছেড়ে তাই তোমার পথে, তোমার দিকে যাই মাবুদ।।
ভুল করেছি অনেক আমি, রঙ্গিন মোহে জিন্দেগীর
বিক্ষত আজ,- তোমার ক্ষমা, তোমার দয়া চাই মাবুদ।।
এই দুনিয়ায় দিন ফুরালে আখেরাতে অন্তহীন
তোমার রেজামন্দী,- খোদা! যেন আমি পাই মাবুদ।।
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স