এখানে আপনাদের জন্য “খোদা সকল কিছুর বদল হলেও তোমার শাসন দাও” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
খোদা সকল কিছুর বদল হলেও তোমার শাসন দাও - ইসলামী সঙ্গীত লিরিক্স
খোদা সকল কিছুর বদল হলেও তোমার শাসন দাও
শক্তি নাও মোর সম্পদও নাও না হয় আমার জীবন নাও।।
তোমার ধরায় তোমার আইন চাইতে গিয়ে হায়
ভাস্তে হলো লাখো ভায়ের রক্তের বন্যায়
খোদা মদের দাওগো ঈমান
দাও আমাদের শক্তি দাও।।
ভুলে তোমার হুকুম আহকাম তোমার বান্দা আজ
গরতে চাইছে তুমিবিহীন নাস্তিক্য সমাজ
খোদা ওদের দিন খুইল্যা দাও তুমি ওদের পথ দেখাও।
মোদের মরা মোদের বাঁচা মোদের এবাদত
সকল কিছুই তোমার লাগি- তোমার এযাযত
খোদা মোদের ফিরাইওনা
আল কোরানের সমাজ দাও
শক্তি নাও মোর সম্পদও নাও না হয় আমার জীবন নাও।।
তোমার ধরায় তোমার আইন চাইতে গিয়ে হায়
ভাস্তে হলো লাখো ভায়ের রক্তের বন্যায়
খোদা মদের দাওগো ঈমান
দাও আমাদের শক্তি দাও।।
ভুলে তোমার হুকুম আহকাম তোমার বান্দা আজ
গরতে চাইছে তুমিবিহীন নাস্তিক্য সমাজ
খোদা ওদের দিন খুইল্যা দাও তুমি ওদের পথ দেখাও।
মোদের মরা মোদের বাঁচা মোদের এবাদত
সকল কিছুই তোমার লাগি- তোমার এযাযত
খোদা মোদের ফিরাইওনা
আল কোরানের সমাজ দাও
-গোলাম মোহাম্মদ-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স