এখানে আপনাদের জন্য “তোমার দয়ায় জাহান সারা” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
তোমার দয়ায় জাহান সারা - ইসলামী সঙ্গীত লিরিক্স
তোমার দয়ায় জাহান সারা
আলোক পেল চাঁদ সিতারা
জাগলো নদী, ঝর্ণা ধারা
ইয়া রাহমানো ইয়া রাহিমো……
জীবন জাগে তোমার দয়ায়
জীবন বাঁচে তোমার মায়ায়
সবুজ ঘাসে, লতায় পাতায়
ফুল হেসে চায় পলখারা
ইয়া রাহমানো… ইয়া রাহিমো……
ফুলে মধু ভরাও তুমি
বিপদ থেকে তরাও তুমি
সকল বাধা সরাও তুমি
মিটাও আঁধার পাষান কারা
ইয়া রাহমানো……ইয়া রাহিমো……
-ফররুখ আহমেদ-
আলোক পেল চাঁদ সিতারা
জাগলো নদী, ঝর্ণা ধারা
ইয়া রাহমানো ইয়া রাহিমো……
জীবন জাগে তোমার দয়ায়
জীবন বাঁচে তোমার মায়ায়
সবুজ ঘাসে, লতায় পাতায়
ফুল হেসে চায় পলখারা
ইয়া রাহমানো… ইয়া রাহিমো……
ফুলে মধু ভরাও তুমি
বিপদ থেকে তরাও তুমি
সকল বাধা সরাও তুমি
মিটাও আঁধার পাষান কারা
ইয়া রাহমানো……ইয়া রাহিমো……
-ফররুখ আহমেদ-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স